14th July current affairs in bengali 2023||১৪ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
14th July 2023 current affairs in bengali
জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023

National News

1. ভারত এবং বাংলাদেশ নিজেদের ব্যবসায়িক সম্পর্ককে আরো মজবুত করার জন্য এবং US Dollar- এর উপর নির্ভরশীলতা কমানোর জন্য এবার থেকে নিজেদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ‘টাকার’ ব্যবহার করবে।

2. IFSCA (International Financial Services Centres Authority)-একটি চুক্তি স্বাক্ষর করেছে Climate Policy Initiative এবং IIML-EIC (IIM Lucknow Enterprise Incubation Centre), উত্তরপ্রদেশের নয়ডাতে

4. ভারতীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাক চালক সুরক্ষা সুনিশ্চিত করার জন্য N-2 এবং N-3 শ্রেণীর মোটর গাড়ি বা ট্রাক এর কেবিনেair conditioning system‘ থাকা বাধ্যতামূলক Jan 01, 2025 থেকে।

5. National Fish Farmers Day Meet – 2023 মহাবলীপুরাম-এ হয়েছে যেটা প্রতি বছর 10th জুলাই পালন করা হয়।

6. L&T (Larsen & Toubro) Limited এবং US Navy, ‘Master ship repair‘- নামক চুক্তিপত্র স্বাক্ষর করেছে ‘USNS Salvor‘ নামক জাহাজটির সমুদ্র যাত্রা মেরামত করার জন্য।

International News

7. 34th International Biology Olympiad যেটা Al Ain, UAE (United Arab Emirates)-এ অনুষ্ঠিত হয়েছিল সেখানে ভারতের ছাত্ররা মোট 4 টি Gold মেডেল জিতেছে এবং medals tally-এর ক্ষেত্রে শীর্ষস্থান অধিকার করেছে।

35th IBO (International Biology Olympiad), Astana, Kazakhstan-এ 2024 সালে অনুষ্ঠিত হবে।

State News

8. মেঘালয়ের সরকার এবং NTPC একটি চুক্তি স্বাক্ষর করেছে মেঘালয়ে বিদ্যুৎ ব্যবস্থার পরিকাঠামো উন্নত করার জন্য এবং পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের জন্য

9. Gogoro এবং মহারাষ্ট্র সরকার একটি ‘Ultra Mega Project‘ agreement স্বাক্ষর করেছে বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি ব্যবস্থাকে উন্নত করার জন্য এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য আগামী 8 বছরে USD 1.5 billion নিবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

10. পশ্চিমবঙ্গের কলকাতা তে একটি ‘Product Design Centre’ তৈরি করা হবে।

11. এই প্রথম বার Allahabad University 3 টি বিদেশি ভাষায় PdD courses প্রদান করতে চলেছে, এই তিনটি ভাষা হল-French, Russian এবং German

12. গুজরাটে Antyoday Shramik Suraksha যোজনা চালু করা হয়েছে শ্রমিকদের কল্যাণের জন্য।

আরো পড়ুন…….

13th July current affairs in bengali 2023

12th July current affairs in bengali 2023

11th July current affairs in bengali 2023

Bank & Business News

13. International Conference on Green Hydrogen (ICGH-2023) 3 টি বহুপাক্ষিক ব্যাংকEIB (European Investment Bank), ADB (Asian Development Bank) এবং World Bank ভারতের Green growth এর জন্য USD 27 billion বিনিয়োগ করেছে।

14. IDFC FIRST Bank, Club Vistara এবং Mastercard একসাথে মিলে ‘Travel Credit Card’ launch করেছে ভ্রমণ সংক্রান্ত offer প্রদান করার জন্য।

15. Travel Credit Card launch করেছে-‘CitiDirect Commercial Banking’ , United States of America তে।

Appointment & Resignation News

16. National Commission for Scheduled Tribes (NCST) এর চেয়ারম্যান Harsh Chouhan নিজের কার্যকালের মেয়াদ শেষ হবার 4 মাস আগেই পদত্যাগ করেছেন

17. Olympic Council of Asia (OCA)-এর President হলেন কুয়েতের Sheikh Talal Fahd Al Ahmad Al Sabah

Obituaries

18. মধ্যপ্রদেশের একমাত্র মহিলা Chief Secretary, Nirmala Buch প্রয়াত হয়েছেন তিনি 1984 সালে ‘Mahila Chetna Manch’ তৈরি করেছিলেন।

Article-টি পুরো পড়ার জন্য ধন্যবাদ……….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “14th July current affairs in bengali 2023||১৪ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment