13th July current affairs in bengali 2023||১৩ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
23th July 2023 current affairs in bengali today
পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ই জুলাই ২০২৩

Daily current affairs in bengali 2023: প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো সরকারি চাকরির পরীক্ষা Crack করার জন্য একটি অতি গুরুত্তপূর্ণ বিষয়, তাই এই বিষয় টিকে প্রতিদিন পড়ুন ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত থাকুন।

National News

1. ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং HAL (Hindustan Aeronautics Limited) একটি চুক্তি স্বাক্ষর করেছে, Indian Coast Guard-দের জন্য 2টি Dornier Aircraft সংগ্রহ করবে

এতে মোট Rs. 458.87কোটি টাকা খরচা হবে ।

2. Department of Telecommunications (DoT) এবং MyGov (Government of India’s citizen engagement platform) একসাথে launch করেছে “Bharat Internet Utsav”

International News

3. US banking giant, Goldman Sachs অনুযায়ী অর্থনীতির ক্ষেত্রে ভারত আগামী 2075 সালে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে।

State News

4. AIM (The Atal innovation mission), Bayer-এর সাথে মিলে launch করেছে- Nationwide ATL Industry visit for students, Vapi, Gujrat-তে।

এই উদ্যোগ Atal Tinkering labs (ATL)-এর অধীনে নেওয়া হয়েছে।

Bank & Business News

5. ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, Card Network Portability চালু করার অনুমতি দিয়েছে Oct 1, 2023 থেকে

এর মানে হলো যেমন কোন ফোন নম্বর Port করানো যায় একই নম্বর রেখে, ঠিক সেভাবে এবার গ্রাহক তাদের Card Network কেও port করাতে পারবে।

6. এই প্রথমবার General Insurance festival of India, যেটা মহারাষ্ট্রের পুণেতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে Bajaj Allianz General Insurance Company, Guinness World Records title জিতেছে একটি বিমা সম্মেলনে সর্বাধিক উপস্থিত থাকার জন্য ।

Appointment News

7. Shavkat Mirziyoyev সাত বছরের জন্য , উজবেকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

8. Edgars Rinkevics, EU এর প্রথম প্রকাশ্যে সমকামী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। অর্থাৎ তিনি Latvia-এর 11th প্রেসিডেন্ট হলেন।

9. SBI Card-এর নতুন Managing Director and CEO হলেন অভিজিৎ চক্রবর্তী

আরো পড়ুন……….

Defense News

10. Spain-এর shipbuilder Navantia এবং ভারতের Larsen &Toubro Ltd (L&T) একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে ভারতের নৌবাহিনী দের জন্য 43,000 কোটি টাকার বিনিময়ে ছটি উন্নত ডিজেল-ইলেকট্রিক চালিত সাবমেরিন তৈরি করবে

Summits

11. Third G20 Culture Working Group meeting কর্ণাটকের হাম্পিতে অনুষ্ঠিত হয়েছে

এই মিটিংয়ে একটি “Woven Narratives” নামক প্রদর্শনী হয়েছিল।

Awards in News

12. চারজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা-Forbes-এর America’s 100 richest women-এর তালিকায় জায়গা পেয়েছেন, তাদের মোট সম্পত্তির পরিমাণ $4.06 বিলিয়ন

এই লিস্টে প্রথম স্থানে রয়েছেন- Diane Hendrix ($15 billion)

চারজন ভারতীয় মহিলা হলেন—–

Jayshree Ullal ($2.4 billion), Neerja Sethi ($990 million), Neha Narkhede ($520 million) এবং Indra Nooyi ($350 million)।

Sports News

13. World Archery Youth Championship-2023ভারতীয় তীরন্দাজ টিম ১১ টি মেডেল জিতেছে (6টি সোনা,1টি রূপো 1টি ব্রোঞ্জ) এবং মেডেল প্রাপ্তি সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

এই চ্যাম্পিয়নশিপ Limerick, Ireland-এ অনুষ্ঠিত হয়েছিল সেখানে সাউথ কোরিয়া শীর্ষস্থান অধিকার করেছে।

Books & Authors

14. সাম্প্রতিক “Vajpayee: The Ascent of the Hindu Right 1924-77” নামক একটি পুস্তক প্রকাশিত হয়েছে যেটি লিখেছেন অভিষেক চৌধুরী

Obituary

15. স্পেনের একমাত্র Ballon d’Or বিজয়ী ফুটবলার Luis Suarez প্রয়াত হয়েছেন, তিনি Ballon d’Or Award টি 1960 সালে জিতেছিলেন।

Important Days

16. 12 ই জুলাই প্রতি বছর Paper Bag Day হিসাবে পালন করা হয় এবছরের theme ছিল “If You’re ‘Fantastic’, Do Something ‘Dramatic’ To Cut The ‘Plastic’, Use ‘Paper Bags”

17. International Rock Day, 13ই জুলাই পালন করা হয়।

Thank you for being with us……………….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “13th July current affairs in bengali 2023||১৩ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment