6th December current affairs in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
6th December current affairs in bengali 2023
কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 2023

আজকে আপনাদের জন্য রইল 6th December 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল- ‘আরোগ্য মৈত্রী কিউব’ সম্প্রতি গুরুগ্রামে উদ্বোধন করা হয়।

-এটি 72 টি কিউব দ্বারা গঠিত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির- “Project BHISHM”-এর অন্তর্গত।

2. “The Third National Communication to the United Nations Framework Convention on Climate Change” নামক সরকারের রিপোর্ট অনুযায়ী ভারতের মোট দেশীয় পণ্য নির্গমনের তীব্রতা 2005 এবং 2019-এর মধ্যে 33% কমেছে।

State News

3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিবাজী মহারাজের একটি মূর্তি উদ্বোধন করেছেন মহারাষ্ট্রের রাজকোট দুর্গে।

4. US Aircraft-এর সহযোগিতায় ‘Hump WWII’ নামক একটি মিউজিয়াম launch করা হয়েছে অরুণাচল প্রদেশে।

Bank & Business News

5. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি মহারাষ্ট্রের Shankarrao Pujari Nutan Nagari Sahakari Bank Limited-এর লাইসেন্স বাতিল করেছে।

6. ADB (Asian Development Bank), উত্তরাখণ্ডের Climate-Resilient Power System Development Project-এর জন্য USD 200 মিলিয়ন লোন দিতে সম্মত হয়েছে।

7. চীন আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ‘এক প্রদেশ, এক নীতি’ পদ্ধতি গ্রহণ করেছে।

8. উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক সম্প্রতি Water.org-এর সাথে অংশীদারত্ব করেছে জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত ঋণ অফার করার জন্য।

Defense News

9. GRSE (Garden Reach Shipbuilders and Engineers) Ltd ভারতীয় নৌবাহিনীকে দেশে নির্মিত 110 মিটার লম্বা INS Sandhayak নামক জাহাজ সরবরাহ করেছে।

Rankings

10. IMD এর “World Digital Competitiveness Ranking 2023” অনুযায়ী ভারত সারা বিশ্বে 49তম স্থান অধিকার করেছে।

Top Permormers-

RankCountry
1stUSA
2ndNetherlands
3rdSingapore

এই Rank অনুযায়ী সবথেকে নিম্নস্থান অধিকার করেছে Venezuela (64th)।

Awards

11. Forbes Asia’s 2023 Heroes of Philanthropy list-এ তিনজন ভারতীয়দের নাম উল্লেখ করা হয় এরা হলেন K.P Singh, Nandan Nilekani এবং Nikhil Kamath।

12. কাতার সংগঠনের ‘WISE Prize for Education 2023’ পুরস্কার দ্বারা এ বছর সম্মানিত করা হয় Safeena Husain-কে (Educate Girls-এর প্রতিষ্ঠাতা)।

13. 35th Jimmy George Foundation Award দ্বারা অলিম্পিয়ান এম. শ্রীশঙ্করকে সম্মানিত করা হয়।

14. এবছর Generation Z-এর দ্বারা Oxford University Press Word Of The Year হয়েছে “Rizz”।

Obituary

15. জনপ্রিয় Sony টিভি শো CID-তে মজার সিআইডি অফিসার হিসেবে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা Dinesh Phadnis সম্প্রতি প্রয়াত হলেন।

Important Days

16. World Soil Day সম্প্রতি 5 ডিসেম্বর পালন করা হয়েছে।

Theme- ‘Soil and water, a source of life’।

17. আন্তর্জাতিক ব্যাংক দিবস প্রতি বছর 4 ডিসেম্বর পালন করা হয়।

18. জাতীয় নৌবাহিনী দিবস সম্প্রতি 4 ডিসেম্বর পালন করা হয়েছে।

🔥 “5th December current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “6th December current affairs in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment