15th & 16th July current affairs in bengali 2023||১৫ই এবং ১৬ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
15th & 16th July current affairs in bengali version 2023
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স

National News

1. Odisha Television (OTV) launch করেছে ভারত এবং উড়িষ্যার প্রথম আঞ্চলিক বহুভাষিক Artificial Intelligence News Anchor, যার নাম “Lisa“,-উড়িষ্যার ভুবনেশ্বরে।

2. ONGC(Oil and Natural Gas Corporation), ভারতের প্রথম Central Public Sector Enterprise (CPSE), যেটা M/s InterCert USA-এর দ্বারা certified হয়েছে।

3. 50th meeting of GST Council এর chairmanship করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেটা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

এই meeting উপলক্ষে একটি short video film release করা হয় যার title ‘GST Council- 50 steps towards a journey’

State News

4. সাম্প্রতিক ভারতের জম্মু কাশ্মীরে ‘Apka Mobile Hamara Daftar vision’ এর অধীনে একটি মোবাইল অ্যাপ launch করা হয় যার নাম ‘Mobile-Dost-App’

সাধারণ নাগরিক যাতে অতি সহজেই মোবাইল ফোনের মাধ্যমে সরকারি পরিষেবা পেতে পারে তাই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

5. Gig কর্মীদের জন্য কর্ণাটক সরকার 4 লক্ষ টাকার বিনামূল্যে দুর্ঘটনা এবং জীবন বীমা কভার দিতে চলেছে।

এই ইন্সুরেন্স কভার এর মধ্যে জীবন বীমা এবং দুর্ঘটনা জনিত বীমার জন্য ২ লক্ষ টাকা (মোট 4 লক্ষ টাকা) করে দেবে।

6. উড়িষ্যা ‘Ama Odisha, Naveen Odisha’ scheme কে অনুমোদন দিয়েছে গ্রামীন পরিকাঠামো উন্নতির মাধ্যমে স্থানীয় Jagannath culture কে সুরক্ষা প্রদান করার জন্য

এই প্রকল্পের মোট বাজেট 4000 কোটি টাকা

প্রসঙ্গত ভারতের সংবিধানের অষ্টম ধারাতে Kui ভাষাকে যুক্ত করা হয়েছে উড়িষ্যার Kandh উপজাতিদের বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করার জন্য।

7. গুজরাট সরকার পুনরায় launch করেছে ‘Pradhan Mantri Jan Arogya Yojana-Mukhyamantri Amrutam scheme‘ (PMJAY-MA), যার অধীনে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে 10 লক্ষ টাকা পর্যন্ত যার limit আগে 5 লক্ষ টাকা ছিল

আরো পড়ুন …….

14th July current affairs in bengali 2023

13th July current affairs in bengali 2023

12th July current affairs in bengali 2023

Bank & Business News

8. Razorpay India এই প্রথম মালয়েশিয়াতে আন্তর্জাতিক payment gateway launch করতে চলেছে Curlec-এর সহায়তায়।

9. Max Life Insurance Company, DCB Bank এর সাথে partnership করেছে, বিভিন্ন ধরনের জীবন বীমা product, DCB Bank-এর গ্রাহকদের প্রদান করার জন্য

10. QR-Code এর মাধ্যমে CBDC (Central Bank digital currency) transactions বাড়ানোর জন্য ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের ব্যাংক গুলিকে নির্দেশ দিয়েছে

11. কৃষি কল্যাণ মন্ত্রণালয়ের সচিব Manoj Ahuja একটি অভিযান শুরু করেছেন ভারতের ব্যাংকগুলোর জন্য যার title ‘BHARAT’ (Banks Heralding Accelerated Rural & Agriculture Transformation) ব্যাংক থেকে তহবিল সংগ্রহ করতে

Ranks & Reports

12.United Nations Economic and Social Commission for Asia Pacific’s (UNESCAP) এ ভারত বাণিজ্যের ক্ষেত্রে Best-Performing Nation এর মর্যাদা পেয়েছে।

Appointments & Resignations

13. India Tobacco Company Limited (ITC Ltd)-এর পুনরায় CMD (Chairman and Managing Director) হচ্ছেন Sanjiv Puri

14. Microsoft India-এর president হিসাবে পদত্যাগ করলেন Anant Maheshwari এবং নতুন Managing Director (MD)হিসাবে যোগদান করলেন Irina Ghosh

Science & Tech News

15. চীন বিশ্বের প্রথম মিথেন চালিত রকেট ‘ZhuQue-2 Y-2’ মহাকাশে launch করেছে

16. Union Minister Sarbananda Sonowal সামুদ্রিক বিভাগকে digitize করার জন্য “Sagar Sampark” নামক একটি system launch করেছেন।

Sport News

17. The International Cricket Council (ICC) অনুযায়ী ‘Player of the Month’ for June হয়েছেন Wanindu Hasaranga(Srilanka) এবং Ashleigh Gardner(Australia)

18. ICC Men’s Cricket World Cup 2023 যেটা Zimbabwe অনুষ্ঠিত হয়েছে, সেখানেই শ্রীলংকা নেদারল্যান্ডকে 128 Run-এ হারিয়েছে

Books & Authors

19. “Krishnan Oru Ezhamindriyam”, the Malayalam translation of ‘Krishna – the 7th Sense’ নামক বইটি লিখেছেন দেবাশীষ চ্যাটার্জী

Obituaries

20. Nikki McCray-Penson, যিনি আমেরিকার একজন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ছিলেন এবং Olympic Gold Medalist ছিলেন, সম্প্রতি প্রয়াত হয়েছেন

Important Days

21. World Youth Skills Day, প্রতিবছর 15th জুলাই পালন করা হয়, এ বছরের theme ছিল- ‘Skilling teachers, trainers and youth for a transformative future’

Thank you for being with us …………………..

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “15th & 16th July current affairs in bengali 2023||১৫ই এবং ১৬ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment