13th July Current affairs Quiz in bengali 2023| কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্ন উত্তর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
current affairs quiz 2023 in bengali 13th July
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ ১৩ই জুলাই ২০২৩

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ : বর্তমানে যেকোনো সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সবাই জানেন, তাই প্রথম দিন থেকেই অন্যান্য বিষয়ের মতো Bengali current affairs নিয়মিত পড়ুন এবং আপনারা সাম্প্রতিককালের ঘটনাবলী সম্পর্কে কতটা অবগত বা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আপনারা কতখানি মনে রাখতে পারছেন সেটা যাচাই করার জন্য আমাদের ওয়েবসাইট এ প্রদান করা কুইজ এ অংশগ্রহণ করুন।

আপনারা যাতে কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে মনে রাখতে পারেন সে কারণে আপনাদের সুবিধার্থে কুইজ এর ব্যাবস্থাপনা করা হয়েছে, আশা করছি আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সাহায্য করবে।

1. SBI Card (July'23) এর নতুন CEO কে হয়েছেন?

2. World Archery Youth Championship-2023 শীর্ষস্থান অধিকার করেছে কোন দেশ?

3. Paper Bag Day, কোনদিন পালন করা হয় ?

4. AIM এবং Bayer মিলে Nationwide ATL Industry visit for students launch করেছে____________।

5. সম্প্রতি বিখ্যাত ফুটবলার Luis Suarez প্রয়াত হয়েছেন, যিনি দেশের একমাত্র Ballon d’Or পুরুস্কার জিতেছিলেন তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন ?

6. Ministry of Defense এবং HAL 2টি Dornier Aircraft সংগ্রহ করবে কাদের জন্য?

7. সাম্প্রতিক Shavkat Mirziyoyev, উজবেকিস্তানের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কত বছরের জন্য?

8. সাম্প্রতিক (July'23) “Vajpayee: The Ascent of the Hindu Right 1924-77” নামক পুস্তকটি কে লিখেছেন?

9 .Forbes-এর America’s 100 richest women-এর তালিকায় প্রথম স্থানে রয়েছেন_____________।

10. RBI Card Network Portability চালু করার অনুমতি দিয়েছে________________থেকে।

Attempt more quizes………

Thank you…………………

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a comment