8th December current affairs in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
8th December current affairs in bengali 2023
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023

আজকে আপনাদের জন্য রইল 8th December 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. সম্প্রতি ভারত এবং শ্রীলংকা প্যারিস ক্লাবের সাথে ঋণের জন্য একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে।

International News

2. ইন্দোনেশিয়ার মাউন্ট মারাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে, যা পশ্চিম সুমাত্রায় অবস্থিত।

State News

3. মেঘালয়ের লাকাডং হলুদ এবং অন্যান্য কিছু পণ্য GI (Geographical Indication) Tag পেয়েছে।

4. গুজরাটের গারবা নৃত্য, UNESCO-এর ‘Intangible Cultural Heritage’ তালিকায় প্রবেশ করেছে।

Bank & Business News

5. Bank of Baroda সম্প্রতি লঞ্চ করেছে BOB Parivar Account, সেভিংস এবং কারেন্ট একাউন্ট-এর জন্য।

6. Aditya Birla Sun Life, বেতনভোগী ব্যক্তিদের জন্য ABSLI বেতনযুক্ত টার্ম প্লান চালু করেছে।

7. ONDC, চালু করেছে ‘Build for Bharat’ উদ্যোগ ডিজিটাল কমার্স স্পেসের চ্যালেঞ্জ মোকাবেলায়।

Appointment News

8. মিজোরামের মুখ্যমন্ত্রী হতে চলেছেন Lalduhoma।

Ranking & Reports

9. S&P-এর Global Credit Outlook 2024: অনুযায়ী ভারত 2030 সালে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হতে চলেছে।

Science & Tech

10. সম্প্রতি Google প্রকাশ করেছে ‘জেমিনি’ তার সবচেয়ে বড় AI মডেল।

Awards in News

11. Forbes-এর “The World’s Most Powerful Women,”-এর তালিকায় ভারতীয় অর্থমন্ত্রী Nirmala Sitharaman এবং আরও তিনজন ভারতীয় মহিলা রয়েছেন যারা হলেন- Roshni Nadar Malhotra (HCL চেয়ারপারসন), Soma Mondal (Steel Authority of India চেয়ারপারসন) এবং Kiran Mazumder-Shaw (Biocon এক্সিকিউটিভ চেয়ারপারসন)।

-এই তালিকার যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি হলেন Ursula Von der Leyen- জার্মানির ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট।

12. টাইম ম্যাগাজিনের ‘Athlete Of The Year 2023 হয়েছেন Lionel Messi এবং Person of the Year for 2023 হয়েছেন Taylor Swift।

13. ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক, Meira Chand সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্পকলা পুরস্কার পেয়েছেন।

14. 35th Jimmy George Foundation অ্যাওয়ার্ডটি পেলেন কেরালার অলিম্পিয়ান M. Sreeshankar।

Sports News

15. ভারতীয় টেনিস খেলোয়াড় Ramkumar Ramanathan, ITF Kalaburagi Open 2023 জিতেছেন যা চন্দ্রশেখর পাটিল স্টেডিয়াম, কর্নাটকে অনুষ্ঠিত হয়েছে।

Important Days

16. International Civil Aviation Day সম্প্রতি 7 ডিসেম্বর পালন করা হয়েছে।

Theme: “Advancing Innovation for Global Aviation Development,”

🔥 “7th December current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “8th December current affairs in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment