14th July Current affairs Quiz in bengali 2023| কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্ন উত্তর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
14th current affairs quiz in bengali 2023
১৪ই জুলাই ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ : বর্তমানে যেকোনো সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সবাই জানেন, তাই প্রথম দিন থেকেই অন্যান্য বিষয়ের মতো Bengali current affairs নিয়মিত পড়ুন এবং আপনারা সাম্প্রতিককালের ঘটনাবলী সম্পর্কে কতটা অবগত বা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আপনারা কতখানি মনে রাখতে পারছেন সেটা যাচাই করার জন্য আমাদের ওয়েবসাইট এ প্রদান করা কুইজ এ অংশগ্রহণ করুন।

আপনারা যাতে কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে মনে রাখতে পারেন সে কারণে আপনাদের সুবিধার্থে কুইজ এর ব্যাবস্থাপনা করা হয়েছে, আশা করছি আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সাহায্য করবে।

চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ attempt করা যাক –

1. Antyoday Shramik Suraksha Yojana টি কোন রাজ্য চালু করেছে ?

2. সাম্প্রতিক (July'23) L&T Limited কার সাথে ‘Master ship repair‘- নামক চুক্তিপত্র স্বাক্ষর করেছে ?

3. মেঘালয় সরকার কোন সংস্থার সাথে চুক্তি সাক্ষর করেছে মেঘালয়ে বিদ্যুৎ ব্যবস্থা উন্নত করার জন্য ?

4. সাম্প্রতিক (July'23) ভারত এবং কোন দেশ নিজেদের বাণিজ্যের ক্ষেত্রে US Dollar- এর উপর নির্ভরশীলতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ?

5. সম্প্রতি Harsh Chouhan পদত্যাগ করতে চলেছেন, তিনি কোন সংস্থার চেয়ারম্যান ছিলেন ?

6. National Fish Farmers Day Meet – 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

7. একটি ‘Ultra Mega Project‘ এর জন্য Gogoro-এর সাথে কোন সরকার চুক্তি সাক্ষর করেছে ?

8. 34th International Biology Olympiad ভারত _________টি মেডেল জিতে শীর্ষস্থান অধিকার করেছে ?

9. ভারতীয় সরকার ‘air conditioning system‘ থাকা বাধ্যতামূলক করেছে ট্রাকের কেবিনে _____________থেকে ।

10. এই প্রথমবার কোন বিশ্ববিদ্যালয় 3টি বিদেশি ভাষায় PhD Course প্রদান করবে ?

11. সম্প্রতি Nirmala Buch প্রয়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের একমাত্র মহিলা Chief Secretary ছিলেন ?

12. সাম্প্রতিক (July'23) ‘Travel Credit Card’ launch করেছে কোন ব্যাঙ্ক ?

Thank you to join us…………………

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a comment