7th December current affairs in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
7th December current affairs in bengali 2023
today’s current affairs in bengali

আজকে আপনাদের জন্য রইল 7th December-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. পঞ্চায়েতি রাজ মন্ত্রক, গ্রাম পঞ্চায়েতদের ক্ষমতায়ন করতে GIS অ্যাপ “Gram Manchitra” এবং মোবাইল সমাধান “mActionSoft” চালু করেছে।

2. ভারত, কেনিয়ার কৃষি আধুনিকীকরণের জন্য $250 মিলিয়ন Line Of Credit প্রদান করেছে।

3. জলশক্তি মন্ত্রণালয় সম্প্রতি দিল্লিতে ‘Jal Itihas Utsav’-এর আয়োজন করেছে।

Theme: “Source Sustainability for Drinking Water”.

State News

4. ঘূর্ণিঝড় মিচাং (Michaung), অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলের স্থলভাগে আছড়ে পড়ে যার ফলে ভীষণ বিপর্যয় সৃষ্টি হয়।

5. NCRB (National Crime Records Bureau)-এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কলকাতা পরপর টানা তিন বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে গণ্য হয়েছে।

-দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পুনে এবং হায়দ্রাবাদ।

Bank & Business News

6. SBI Card সম্প্রতি NPCI Bharat BillPay (NBBL)-এর সাথে একীভূত হয়েছে ক্রেডিট কার্ডের জন্য।

7. SBI, SBI Pension Fund-এর 20% শেয়ার অধিগ্রহণ করেছে।

Appointment News

8. Max Life Insurance-এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Rajiv Anand।

9. Captain Geetika Koul, প্রথম মহিলা মেডিকেল অফিসার যিনি সিয়াচেনে নিয়োজিত হয়েছেন।

10. তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হলেন Revanth Reddy।

11. Akshata Krishnamurthy, প্রথম ভারতীয় যিনি Mars Rover চালাতে চলেছেন।

12. IDRCL (India Debt Resolution Company Ltd.)-এর চেয়ারম্যান হলেন Narayan Seshadri।

Ranking and Reports

13. SIPRI রিপোর্ট “World’s Top 100 Arms Producing Companies 2022” অনুযায়ী এই প্রথমবার তিনটি ভারতীয় কোম্পানি এই লিস্টে তালিকাভুক্ত হয়েছে- HAL (Hindustan Aeronautics Limited), BEL (Bharat Electronics Limited) এবং MDL (Mazagon Dock Shipbuilders limited)।

Summits

14. Global Investors Summit দেরাদুনে অনুষ্ঠিত হতে চলেছে।

Awards in News

15. 23rd World Congress- এ, ESIC (Employees’ State Insurance Corporation), “ISSA Vision Zero 2023” অ্যাওয়ার্ডটি পেয়েছে, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য।

16. Amazon India, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার জিতেছে।

Books & Authors

17. সম্প্রতি চলচ্চিত্র অভিনেত্রী হুমা কুরেশির প্রথম উপন্যাস ‘Zeba: An Accidental Superhero’ প্রকাশিত হয়েছে।

Important Days

18. BSF (Border Security Force)-এর 59তম উত্থাপন দিবস পালিত হলো 1 ডিসেম্বর।

Motto-Duty Unto Death.

🔥 “6th December current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “7th December current affairs in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment