19th September current affairs in bengali 2023|| ১৯ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
19th September current affairs in bengali
১৯ই সেপ্টেম্বর ২০২৩ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

আজকে আপনাদের জন্য রইলো ১৯ই সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, লঞ্চ করলেন Skill India Digital (SID) Platform, এই প্লাটফর্মটি তৈরি করেছে NSDC (National Skill Development Corporation)।

2. মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, গুজরাট বিধানসভার NeVA (National e-Vidhan Application) প্রকল্পের উদ্বোধন করলেন এবং বিধানসভার সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন গান্ধীনগরে।

3. কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়, কোম্পানি আইন কমিটির মেয়াদ এক বছর বাড়িয়েছে অর্থাৎ 16 সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত করেছে।

4. সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনটি NGO-এর FCRA (Foreign Contribution Regulation Act) লাইসেন্স বাতিল করেছে, এগুলি হলো যথাক্রমে-

  • Bal Raksha Bharat
  • Srinivas Malliah Memorial Theatre Crafts Museum এবং
  • SELF EMPLOYED WOMEN’S ASSOCIATION (SEWA)

5. ভারত 13তম দেশ হয়ে উঠেছে OIML (International Organization of Legal Metrology) Certificate issue করার ক্ষেত্রে, এর ফলে ভারত পৃথিবীর যেকোনো প্রান্তে ওজন এবং পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক অনুমোদন পাবে

State News

6. হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, চালু করলেন ‘ই-ভূমি পোর্টাল‘, জমি ক্রয়ের প্রক্রিয়াকে সহজতর করার জন্য

7. উত্তর প্রদেশ সরকার চালু করল Special Gift Deed Scheme, আদালতে সম্পত্তি সংক্রান্ত পরিবারের বিরোধ কমাতে।

Bank & Business News

8. Yes Bank Limited, Juspay Technologies Private Limited-এর সাথে অংশীদারত্ব করে তৈরি করেছে HyperUPI– একটি প্লাগ-ইন সফ্টওয়্যার ডেভেলপমেন্ট টুলকিট, যেটা তৈরি করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।

9. Yes Bank এবং GoBrisk Technologies Pvt Ltd. একে অপরের সাথে অংশীদারত্ব করে তৈরি করেছে BriskPe Account-to-Account (A2A) সমাধান যা রপ্তানিকারক এবং আমদানিকারকদের ক্ষমতায়নের জন্য ডিজাইন করা হয়েছে।

10. IndusInd Bank, Visa এবং Juspay-এর সাথে মিলে লঞ্চ করেছে “Virtual Commercial Card” , কর্পোরেট এবং ট্রাভেল এজেন্টদের cross-border লেনদেনের সময় কার্ডধারীদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দিতে।

11. Fitch Ratings-এর Global Economic Outlook-September 2023 অনুযায়ী FY 2023-24-এ ভারতের Gross Domestic Product (GDP) 6.3% অনুমান করা হয়েছে।

Appointment News

12. Mastercard India, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) প্রাক্তন চেয়ারম্যান Rajnish Kumar-কে Non-Executive Chairman হিসেবে নিযুক্ত করেছে।

Books & Authors

13. “The Autobiography of God” নামক বইটি সম্প্রতি প্রকাশ পেয়েছে, যেটি লিখেছেন ফিল্মফেয়ার পুরস্কার প্রাপক লীনা কুমার।

Obituary

14. স্বাধীন মলদোভার প্রথম রাষ্ট্রপতি Mircea Snegur সম্প্রতি প্রয়াত হলেন

Important Days

15. World Patient Safety Day প্রতিবছর 17 সেপ্টেম্বর পালন করা হয়।

Theme: “Engaging patients for patient safety”.

✅️ আগের পোস্টটি পড়ুন…

🔥 “17th & 18th September current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “19th September current affairs in bengali 2023|| ১৯ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment