17th & 18th September Current affairs Quiz in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
17th & 18th September current affairs quiz in bengali 2023
১৭ এবং ১৮ই সেপ্টেম্বর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ১৭ এবং ১৮ই সেপ্টেম্বর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।

1. I-Process Services কে সম্পূর্ণরূপে মালিকাধীন করার জন্য কোন ব্যাংক সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমোদন পেয়েছে?

(A) Yes Bank

(B) ICICI Bank

(C) IDFC FIRST Bank

(D) Indian Bank

View Answer
(B) ICICI Bank 

 

2. সম্প্রতি “Chevalier de l’Ordre des Arts et des Lettres” পুরস্কার দ্বারা ভারতীয় ফ্যাশন ডিজাইনার Rahul Mishra-কে সম্মানিত করা হলো, এটি কোন দেশের পুরস্কার?

(A) UK

(B) France

(C) Germany

(D) Japan

View Answer
(B) France

3. উড়িষ্যার ব্যাংকবিহীন গ্রাম পঞ্চায়েতগুলিতে Customer Service Point-plus আউটলেট-এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা প্রদান করার জন্য ওড়িশা সম্প্রতি 6টি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, নিম্নলিখিত কোন ব্যাংকটি এই ছয়টি ব্যাংকের অন্তর্গত?

(A) Punjab National Bank

(B) Bank of India

(C) Bank of Maharashtra

(D) A & B both

View Answer
(D) A & B both

4. Madan Lal Raigar কোথাকার ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন?

(A) কঙ্গো প্রজাতন্ত্র

(B) আর্মেনিয়া

(C) আজারবাইজান

(D) ইন্দোনেশিয়া

View Answer
(A) কঙ্গো প্রজাতন্ত্র

5. SAFF U16 Championship 2023-এ ভারতীয় পুরুষ ফুটবল দল কোন দেশকে হারিয়েছে?

(A) পাকিস্তান

(B) মালদ্বীপ

(C) বাংলাদেশ

(D) নেপাল

View Answer
(C) বাংলাদেশ

6. Max Life Insurance Company Ltd সম্প্রতি লঞ্চ করল ‘SEWA‘ নামক হেলথ ইন্সুরেন্স প্রোডাক্ট, এই SEWA শব্দের ‘S’ অক্ষরের পুরো কথা কি?

(A) Secured

(B) Small

(C) Safety

(D) Secure

View Answer
(D) Secure

7. ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, সুভেন ফার্মাসিউটিক্যালসে কত টাকা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (FDI) হিসেবে অনুমোদন করেছে?

(A) 9,589 কোটি

(B) 9,859 কোটি

(C) 9,689 কোটি

(D) 9, 759 কোটি

View Answer
(A) 9,589 কোটি

8. Startup Ecosystem কে সহায়তা করার জন্য ICICI Bank সম্প্রতি কোন ইনস্টিটিউটের সাথে অংশীদারত্ব করেছে?

(A) IIT-Kanpur

(B) IIT-Roorkee

(C) IIT-Madras

(D) IIT-Delhi

View Answer
(A) IIT-Kanpur

9. World Ozone Day কত তারিখে পালিত হয়েছে?

(A) 17 সেপ্টেম্বর

(B) 14 সেপ্টেম্বর

(C) 16 সেপ্টেম্বর

(D) 15 সেপ্টেম্বর

View Answer
(C) 16 সেপ্টেম্বর

10. “Sarpanch Samvad” নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলে কোন রাজ্য?

(A) মনিপুর

(B) আসাম

(C) নাগাল্যান্ড

(D) হরিয়ানা

View Answer
(B) আসাম

✅️ আগের কুইজে যোগ দিন…..

🔥 “16th September Current affairs Quiz in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “17th & 18th September Current affairs Quiz in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”

Leave a comment