আজকে আপনাদের জন্য রইলো ২০শে সেপ্টেম্বর ২০২৩ এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. ভারত সরকার, কৃষি পরিসংখ্যানের জন্য চালু করল Unified Portal, যেটি তৈরি করেছে কৃষি মন্ত্রণালয়।
2. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি উল্লেখযোগ্য তথ্য প্রকাশ করেছে, যে আগামী মাস (October 1, 2023) থেকে আধার, ড্রাইভিং লাইসেন্স, চাকরির জন্য জন্মশংসাপত্র (Birth Certificate) একক নথি হিসেবে গণ্য হবে।
3. “Elephant Corridors of India” নামক রিপোর্ট অনুযায়ী ভারতে কম করে 150টি হাতির করিডোর আছে।
International News
4. গবেষকরা প্রথমবার বিশ্বের সবচেয়ে আক্রমণকারী প্রজাতির একটি লাল ফায়ার অ্যান্ট ইউরোপে খুঁজে পেয়েছেন।
- এই লাল ফায়ার অ্যান্ট মূলত দক্ষিণ আমেরিকায় বসবাসকারী যার বিজ্ঞানসম্মত নাম ‘সোলেনোপসিস ইনভিক্টা‘।
State News
5. গুজরাট বিধানসভা একটি আইন পাস করেছে, স্থানীয় স্ব-সরকারে অনগ্রসর শ্রেণী (OBC) সম্প্রদায়ের রিজার্ভেশন বর্তমানে 10 শতাংশ থেকে বাড়িয়ে 27 শতাংশ করা হবে।
6. তামিলনাড়ু সরকার, লঞ্চ করল Kalaignar Magalir Urimai Thittam, যার আওতায় মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে সাহায্য করা হবে।
7. গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, লঞ্চ করলেন ‘গৃহ আধার স্কিম‘ যার আওতায় উপযুক্ত গৃহিণীদের প্রতিমাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে।
Bank & Business News
8. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) চারটি সমবায় ব্যাংকের বিরুদ্ধে বিভিন্ন নিয়ম লংঘন করার কারণে আর্থিক জরিমানা আরোপ করেছে, এই ব্যাংক গুলি হল-
- Baramati Sahakari Bank (মহারাষ্ট্র)- 2 লক্ষ টাকা,
- Becharaji Nagarik Sahakari Bank (গুজরাট)- 2 লক্ষ টাকা,
- Waghodia Urban Co-operative Bank (গুজরাট)- 5 লক্ষ টাকা এবং
- Viramgam Mercantile Co-operative Bank (গুজরাট)- 5 লক্ষ টাকা।
9. Indian Bank, IB SAATHI নামক উদ্যোগটি চালু করেছে গ্রাহকদের মৌলিক ব্যাংকিং পরিষেবা প্রদান করার জন্য।
10. Ashok Leyland, উত্তরপ্রদেশ সরকারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে 200 কোটি টাকার বাস প্ল্যান্ট স্থাপন করার জন্য।
Appointment News
11. রাহুল নবীনকে, তদন্ত সংস্থার (Enforcement Directorate) অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
Sports News
12. ইন্ডিগো আগামী এক বছরের জন্য ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল এয়ারলাইন হয়ে উঠেছে।
13. মহারাষ্ট্র, 5th National Wheelchair Rugby Championship 2023 টাইটেলটি জিতেছে, কর্ণাটককে হারিয়ে।
14. Asia Cup 2023 Title, ভারত জিতেছে শ্রীলঙ্কাকে হারিয়ে, যেটি কলম্বিয়ার R. Premadasa Stadium-এ অনুষ্ঠিত হয়েছে।
Important Days
15. World Lymphoma Awareness Day, প্রতি বছর 15 সেপ্টেম্বর পালন করা হয়।
Theme: “We Can’t Wait to Focus on Our Feelings“.
16. World Bamboo Day, প্রতিবছর 18 সেপ্টেম্বর পালন করা হয়।
✅️ আগের পোস্টটি পড়ুন….
1 thought on “20th September current affairs in bengali 2023|| ২০শে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”