আজকে আপনাদের জন্য রইলো ১৭ এবং ১৮ই সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) 2.0, 2023-24 থেকে 2025-26 পর্যন্ত আগামী 3 বছরে 75 লক্ষ LPG সংযোগ প্রকাশের মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে।
2. ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স (CCEA) সুভেন ফার্মাসিউটিক্যালসে, 9,589 কোটি টাকা পর্যন্ত Foreign Direct Investment (FDI) অনুমোদন করেছে।
State News
3. ওড়িশা সরকার, 6টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, ওড়িশার সমস্ত ব্যাঙ্কবিহীন গ্রামপঞ্চায়েতগুলিতে কাস্টমার সার্ভিস পয়েন্ট-প্লাস (সিএসপি প্লাস) ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা প্রদান করার জন্য।
এই 6টি ব্যাংক হল-
- State Bank of India (SBI),
- Punjab National Bank (PNB),
- Union Bank of India (UBI),
- UCO Bank of India,
- Bank of India (BoI) এবং
- Bank of Baroda (BoB).
4. আসামের গভর্নর গুলাব চান্দ কাটারিয়া লঞ্চ করলেন “Sarpanch Samvad” মোবাইল app।
Bank & Business News
5. SIDBI, Tata Power Solar Systems Limited-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে Micro, Small & Medium Enterprises (MSMEs)-এর জন্য সৌর Rooftop উদ্যোগে অর্থায়ন করতে।
6. IIT-Kanpur, ICICI ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে স্টার্টআপ ইকোসিস্টেমকে সহায়তা করার জন্য।
7. ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ICICI ব্যাঙ্ককে অনুমোদন দিয়েছে I-Process Services -কে তার সম্পূর্ণ মালিকাধীন সহায়ক হিসেবে গড়ে তোলার জন্য।
8. Max Life Insurance Company Limited সম্প্রতি লঞ্চ করল ‘SEWA‘ (Max Life Secure Earnings & Wellness Advantage) নামক হেলথ ইন্সুরেন্স প্রোডাক্ট।
Appointment News
9. Madan Lal Raigar, কঙ্গো প্রজাতন্ত্রের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।
Awards in News
10. ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রাকে, ফ্রান্স সরকার “Chevalier de l’Ordre des Arts et des Lettres” দ্বারা সম্মানিত করেছে।
Sports in News
11. SAFF U16 Championship 2023-এ ভারতীয় অনূর্ধ্ব ১৬ (U-16) পুরুষ ফুটবল দল বাংলাদেশকে হারিয়েছে।
- এই চ্যাম্পিয়নশিপটি Changlimithang Stadium, থিম্পু ভুটানে অনুষ্ঠিত হয়েছে।
Obituary
12. NATPAC-এর ট্রাফিক বিশেষজ্ঞ, পরিচালক এবং প্রতিষ্ঠাতা Dr. NS. Srinivasan সম্প্রতি প্রয়াত হলেন।
Important Days
13. World Ozone Day, 16ই সেপ্টেম্বর পালন করা হয়েছে।
Theme: “Montreal Protocol: Fixing the ozone layer and reducing climate change”.
✅️ আগের পোস্টটি পড়ুন ….
1 thought on “17th & 18th September current affairs in bengali 2023|| ১৭ এবং ১৮ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”