Daily current affairs in bengali 2023: প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো সরকারি চাকরির পরীক্ষা Crack করার জন্য একটি অতি গুরুত্তপূর্ণ বিষয়, তাই এই বিষয় টিকে প্রতিদিন পড়ুন ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত থাকুন।
National News
1.BHEL (Bharat Heavy Electricals Ltd) একটি Technical Assistance and Licence Agreement (TALA) স্বাক্ষর করেছে gas turbines-এর জন্য General Electric Technology GmbH Switzerland (GE)-এর সাথে।
2. কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে 6টি Critical Minerals যেমন- লিথিয়াম, বেরিলিয়াম , জিরকোনিয়াম, নিউবিউম, ট্যান্টালুন এবং টাইটানিয়াম-এর বাণিজ্যিক খননের জন্য ।
3. ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের প্রথম এয়ারপোর্ট যার 4টি Operational Runways এবং 2টি Eastern Cross Taxiway রয়েছে ।
4. G-20 Conference on Crime উদঘাটন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, গুরুগ্রামে।
5. Third Sherpa G20 meeting অনুষ্ঠিত হয়েছে কর্নাটকের হাম্পিতে, ভারতীয় G20 শেরপা Amitabh Kant এই মিটিং-এর প্রতিনিধিত্ব করেছিলেন।
International News
6. সৌদি আরব ৫১ তম দেশে পরিণত হয়েছে যেটি Treaty of Amity and Cooperation in Southeast Asia (TAC) স্বাক্ষর করেছে, 56th ASEAN Foreign Ministers’ Meeting (AMM) এ যেটি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়েছিল।
7. পেরু দেশ ৯০ দিনের Medical emergency ঘোষণা করেছে ‘Guillain-Barré Syndrome’ (GBS), নামক একটি দুর্লভ neurological ব্যাধি সারা দেশ জুড়ে বেড়ে যাওয়ার কারণে।
State News
8. Minister of State for Skill Development and Entrepreneurship রাজিব চন্দ্রশেখর, OPPO India-এর সাথে মিলে ভারতের প্রথম PPP Model (Public-Private Partnership model) Atal Tinkering Lab (ATL) উদঘাটন করেছেন কেরালার থ্রিসুরে।
9. দিল্লির The National Law University (NLU), launch করেছে একটি research affiliate program ‘Eklavya‘ তাদের জন্য যাদের পারম্পরিক আইনগত ডিগ্রি নেই।
10. IRDAI (The Insurance Regulatory and Development Authority of India), Tata AIG General Insurance-কে মহারাষ্ট্রের lead non-life insurer হিসাবে নিযুক্ত করেছে।
আরো পড়ুন……..
■ ১৭ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
■ ১৫ই এবং ১৬ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
■ ১৪ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা
Bank & Business News
11. Googlepay দ্রুত এবং কম মূল্যের লেনদেনের জন্য UPI LITE চালু করেছে, যার সাহায্যে ব্যবহারকারীরা UPI PIN না দিয়েই ছোটখাটো লেনদেন (200 টাকা পর্যন্ত) করতে পারবে।
12. CarTrade Tech Company, 537 কোটি টাকার বিনিময়ে Olx India’s auto sales business অধিগ্রহণ করতে চলেছে।
13. Bajaj Allianz এই প্রথমবার launch করতে চলেছে একটি নতুন জীবন বীমা plan ‘Bajaj Allianz Life ACE’ ।
Defense News
14. Indian Army, Tata Advanced Systems Limited সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে দৃঢ়, মডুলার, এবং শক্তিশালী নেটওয়ার্কিং ডিভাইস ইট তৈরি করার জন্য যেটি দ্রুত স্যুইচিং করতে সক্ষম।
Appointment News
15. NAREDCO (National Real Estate Development Council) Delhi Chapter এর নতুন President হলেন হর্ষবর্ধন বানসাল।
Science & Tech News
16. ISRO (Indian Space Research Organisation) সফলভাবে Chandrayaan-3 নামক মহাকাশযান launch করেছে Vehicle Mark-3 রকেটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার Satish Dhawan Space Research Centre থেকে।
Important Days
17. প্রতিবছর ১৭ জুলাই World Day for International Justice হিসাবে পালন করা হয়।
》 এ বছরের theme ছিল “Overcoming Barriers and Unleashing Opportunities for Social Justice”।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিছু FAQ:
1. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত ?
উত্তর: নিউ দিল্লিতে।
2. সৌদি আরব রাজধানীর নাম কি ?
উত্তর: রিয়াদ।
3. সৌদি আরবের মুদ্রার নাম কি ?
উত্তর: সৌদি রিয়াল।
4. UPI PIN Full form কি ?
উত্তর: Unified Payments Interface Personal Identification Number।
5. Bajaj Allianz life Insurance এর MD & CEO কে ?
উত্তর: Tarun Chugh।
6. Bajaj Allianz life Insurance এর Headquarter কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: Headquarter পুনে, মহারাষ্ট্রতে এবং 2001 সালে প্রতিষ্ঠিত হয়।
7. Indian Army- এর head কে ?
উত্তর: General Manoj Pande।
8. Chandrayaan-1 এবং Chandrayaan-2 কবে launch হয়েছিল ?
উত্তর: Chandrayaan-1, 2008 সালে এবং Chandrayaan-2 2019 সালে launch হয়েছিল ।
Thank you………
1 thought on “18th July current affairs in bengali 2023||১৮ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”