19th July current affairs in bengali 2023||১৯ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

daily current affairs in bengali 19th July 2023
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 19th July 2023

Daily current affairs in bengali 2023: প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো সরকারি চাকরির পরীক্ষা Crack করার জন্য একটি অতি গুরুত্তপূর্ণ বিষয়, তাই এই বিষয় টিকে প্রতিদিন পড়ুন ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত থাকুন।

National News

1. কয়লা মন্ত্রণালয় একটা লক্ষ্য নির্ধারণ করেছে যে 2030 এর মধ্যে 100 million tonnes কয়লার গ্যাসীকরণ সম্পন্ন করবে

2. IITDelhi, আবু ধাবিতে নতুন campus খুলতে চলেছে 2024 সালে

》এর আগে IIT-Madras, জাঞ্জিবারে একটি ক্যাম্পাস স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

3. সুশ্রুত জয়ন্তী -2023 পরিচালনা করেছে All-India Institute of Ayurveda (AIIA), এই উপলক্ষে একটি program-এর আয়োজন করা হয় যার নাম “Shalyacon”

সুশ্রুত জয়ন্তী, Father of Surgery সুশ্রুতকে সম্মান জানাতে প্রতি বছর 15th জুলাই পালন করা হয়।

4. ভারতের প্রথম আন্তর্জাতিক শক্তি প্রকল্প আদানি গ্রুপ বাংলাদেশে তৈরি করতে চলেছে

International News

5. ভারতের Mazgaon Dockyard Ltd এবং French Naval Group এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তিনটি স্করপিন সাবমেরিনের নির্মাণ করার জন্য।

6. Republic of Ireland-এর স্কুল গুলিতে, 15 থেকে 18 বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মধ্যে Sex Education বাধ্যতামূলক করা হয়েছে ।

7. নাইজেরিয়ার প্রেসিডেন্ট Bola Tinubu, the state of emergency ঘোষণা করেছেন খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে।

State News

8. প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G)-এর অধীনে কেন্দ্র আরো-1,44,220 টি ঘর বরাদ্দ করেছে উত্তরপ্রদেশের জন্য

9. আসাম সরকার চালু করেছে “Gajah Kotha” অভিযান মানব-হাতি সংঘর্ষের ক্রমবর্ধমান সমস্যা বৃদ্ধির জন্য

আরো পড়ুন…….

18th July current affairs in bengali 2023

17th July current affairs in bengali 2023

Bank & Business News

10. The Bank of India উদ্বোধন করেছে IFSC Banking Unit (IBU) গান্ধীনগরের GIFT SEZ এলাকাতে।

11. SEBI (The Securities and Exchange Board of India) বাধ্যতামূলক করেছে পরিবেশগত, সামাজিক শাসন সংক্রান্ত রেটিং প্রদানকারী সংস্থা গুলির ছয় মাসের ভেতরে সার্টিফিকেশন হওয়া বাধ্যতামূলক

12. European Investment Bank (EIB), ভারতকে EURO 1 Billion লোন দিতে চলেছে ভারতের National Green Hydrogen Mission-কে সাহায্য করার জন্য।

Appointment News

13. জম্মু-কাশ্মীরের প্রাক্তন Chief Secretary Braj Raj Sharma কে জম্মু-কাশ্মীরের State Election Commissioner হিসাবে নিযুক্ত করা হয়েছে।

Awards in News

14. জম্মু-কাশ্মীরের Rural Livelihoods Mission SKOCH Award জিতেছে “State of Governance India 2047” নামক theme-এর অধীনে, Gold বিভাগে

15. Adani Transmission Limited, Golden Peacock Environment Management Award জিতেছে-Power Transmission Sector-এ

Defense News

16. ভারত এবং মঙ্গোলিয়া যৌথভাবে শুরু করেছে “Nomadic Elephant – 2023” যেটি মঙ্গোলিয়ার উলানবাটারে শুরু হতে চলেছে।

Obituary

17. বিশিষ্ট গণিতবিদ Mangala Narlikar প্রয়াত হয়েছেন।

Important Days

18. World Emoji Day, প্রতিবছর 17th July পালিত হয়

19. নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে, প্রতিবছর 18th July পালন করা হয়

Theme- “Climate, Food and Solidarity“।

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিছু FAQ:

1. ভারতের কয়লা মন্ত্রীর নাম কি ?

উত্তর: প্রল্লাদ জোশি

2. আবু ধাবি কোন দেশের রাজধানী ?

উত্তর: United Arab Emirates

3. প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কবে চালু হয় ?

উত্তর: 1st April, 2016

4. ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস কোথায় ?

উত্তর: মুম্বাই

5. ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক-এর হেড অফিস কোথায় অবস্থিত ?

উত্তর: লাক্সেমবার্গ সিটি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “19th July current affairs in bengali 2023||১৯ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment