17th July current affairs in bengali 2023||১৭ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
daily current affairs in bengali 17th July 2023
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই জুলাই ২০২৩

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স : আজকে আপনাদের জন্য রইলো ১৭ই জুলাই ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ source থেকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে আপনাদের সুবিধার্থে।

National News

1. Defense ministry, FSSAI (Food Safety and Standards Authority of India)-এর সাথে চুক্তি সাক্ষর করেছে বাজরা এবং অন্য স্বাস্থকর খাবারের ব্যবহার সশস্ত্র বাহিনীর মধ্যে প্রচার করার জন্য

2. পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় (The Ministry of Panchayati Raj), OnlineAudit করার জন্য Action Taken Report (ATR) Module launch করেছেন।

3. ভারত তার 36তম এবং তামিলনাড়ুর প্রথম flying training organization launch করতে চলেছে।

4. Hindustan Aeronautics Limited (HAL)-এর regional office উদ্বোধন হতে চলেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে

5. ভারত host করতে চলেছে ASEAN Countries Conference on Traditional Medicines বিজ্ঞানভবন,নতুন দিল্লিতে

6. কেন্দ্রীয় মন্ত্রী Ashwini Vaishnaw উদ্বোধন করেছেন 7th edition of India Mobile Congress (IMC 2023), প্রগতি ময়দান নতুন দিল্লিতে

State News

7. গোয়া সরকার তিনটি চুক্তি স্বাক্ষর করেছে CGTMSE, Paytm এবং ICAI এর সাথে,

CGTMSE (Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises): গোয়াতে ‘মুখ্যমন্ত্রী সরল উদ্যোগ সহায় যোজনা’- টিকে ভালোভাবে পরিচালনা করার জন্য।

Paytm: গোয়ার বিভিন্ন সরকারি দপ্তরে digital payment আরো সহজ তরো করে তোলার জন্য।

ICAI (Institute of Chartered Accountants of India) গবেষণায় সহযোগিতা করা, সক্ষমতা বৃদ্ধি, নীতি-নির্ধারণ সহায়তা, এবং গোয়া সরকারের অন্যান্য কার্যক্রমের জন্য।

8. Ministry of Textile এবং গুজরাট সরকার একটি চুক্তি স্বাক্ষর করেছে Vansi village, Gujrat- PM MITRA (Pradhan Mantri Mega Integrated Textile Regions and Apparel) Park তৈরি করার জন্য।

আরো পড়ুন……..

১৫ই এবং ১৬ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

১৪ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

১৩ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

Bank & Business News

9. HDFC (Housing Development Finance Corporation) ভারতের প্রথম ব্যাংক যেটি আন্তঃকার্যক্ষমতা offer করেছে CBDC (Central Bank Digital Currency) এবং UPI QR-Code এর মধ্যে।

10. RBI দুটি সমবায় ব্যাংকের license cancel করেছে যার মধ্যে প্রথমটি হল Sri Sharada Mahila Co-operative Bank, Karnataka এবং দ্বিতীয়টি হল Harihareshwar Sahakari Bank, Maharashtra

11. Fincare Small Finance Bank Limited launch করেছে তার নতুন বহুভাষিক টেলিভিশন বাণিজ্যিক প্রচারণা যার নাম “The Great Indian FD Fest”

12. BSE (Bombay Stock Exchange Limited)-এর 149তম প্রতিষ্ঠা দিবসে তার নতুন logo launch করেছে

Appointment News

13. মাননীয় রাষ্ট্রপতির দ্বারা ভারতের সুপ্রিম কোর্টে দুজন নতুন বিচারক নিযুক্ত করা হয়েছে যার মধ্যে প্রথম জন হলেন তেলেঙ্গানার প্রধান বিচারপতি Ujjal Bhuyan এবং দ্বিতীয়জন হলেন কেরালার প্রধান বিচারপতি S Venkatanarayana Bhatti

Ranking News

14. THE Young University Rankings 2023 অনুযায়ী কেরালার Mahatma Gandhi University (MGU) ভারতে শীর্ষস্থান অধিকার করেছে এবং বিশ্বে ৭৭তম স্থান অধিকার করেছে এবং এই Rank অনুযায়ী বিশ্বে প্রথম স্থান অধিকারী university হলো- Nanyang Technological University, Singapore

Defense News

15. ‘Operation Southern Readiness 2023’ যেটা পরিচালনা করেছে Combined Maritime Forces, Seychelles-এ, তাতে ভারতীয় Naval ship ‘Sunayna’ অংশগ্রহণ করেছে।

Books & Authors

16. “Prism: The Ancestral Abode of Rainbow” নামক বইটি সাম্প্রতিক প্রকাশ পেয়েছে যেটি লিখেছেন Vinod Mankara

》 এই বইটি প্রকাশ করা হয়েছে Satish Dhawan Space Centre থেকে।

Important Days

17. প্রতিবছর ১৬ই জুলাই World Snake Day হিসেবে পালন করা হয়।

Thank you……

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “17th July current affairs in bengali 2023||১৭ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment