Daily current affairs in bengali 2023: প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো সরকারি চাকরির পরীক্ষা Crack করার জন্য একটি অতি গুরুত্তপূর্ণ বিষয়, তাই এই বিষয় টিকে প্রতিদিন পড়ুন ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত থাকুন।
National News
1. ADB (Asian Development Bank) ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস ধরে রেখেছে চলতি আর্থিক বছরে (FY 24) 6.4% এবং 6.7 % আগামী আর্থিক বছরের জন্য।
2. UNDP India একটি চুক্তি স্বাক্ষর করেছে Absolute® নামক একটি Bioscience কোম্পানির সাথে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY)-কে আরো শক্তিশালী করে তোলার জন্য।
3. মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এ একটি নতুন integrated terminal building উদ্বোধন করেছেন যেটা তৈরি করতে আনুমানিক খরচা হয়েছে 710 কোটি।
4. নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান Suman Bery একটি রিপোর্ট release করেছেন ‘National Multidimensional Poverty Index: A Progress Review 2023′, এই রিপোর্ট অনুযায়ী—
- 13.5 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্রতা থেকে স্থানান্তরিত হয়েছে 2015-16 এবং 2019-21 সালের মধ্যে।
- ভারতে বহুমাত্রিক দারিদ্রতার হার কমেছে 24.85% in 2015-16 থেকে14.96% in 2019-2021।
- বহুমাত্রিক দারিদ্রতা হ্রাস পাওয়ার নিরিখে শীর্ষস্থানে উত্তর প্রদেশ রয়েছে।
5. কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ১৫ জুলাই World Skills Day, উপলক্ষে একটি Free Online Training Program-“AI for India 2.O” launch করেছেন।
State News
6. Tata Power Southern Odisha Distribution Limited (TPSODL) উড়িষ্যার বেরহামপুরে একটি All-Women Meter Testing Laboratory launch করেছে।
- এই ল্যাবরেটরিটি সম্পূর্ণরূপে মহিলা দ্বারা পরিচালিত হবে।
7. রাজস্থান সরকার ‘Minimum Guaranteed Income Bill 2023’ নামক একটি বিল জারি করেছে যেখানে তিনটি মূল বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে—-
- ন্যূনতম গ্যারান্টি যুক্ত আয়ের অধিকার,
- গ্যারান্টিযুক্ত কর্মসংস্থানের অধিকার এবং
- গ্যারান্টিযুক্ত সামাজিক নিরাপত্তা পেনশনের অধিকার।
8. Niti Ayog-এর ‘Export Preparedness Index 2022 for States/UTs‘ অনুযায়ী তামিলনাড়ু শীর্ষস্থান অধিকার করেছে যার সর্বমোট স্কোর 89.89।
9. তাওয়াং অঞ্চল ,বুমলা পাস, অরুণাচলপ্রদেশে ‘Chachin grazing festival‘ মহান উদ্দীপনার সাথে পালিত হয়েছে।
আরো পড়ুন ……..
■ 20th July current affairs in bengali 2023
■ 19th July current affairs in bengali 2023
■ 18th July current affairs in bengali 2023
Bank & Business News
10. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘India @ 100‘ নামক Research Paper-এ বলা হয়েছে ভারতকে উন্নত দেশে পরিণত হওয়ার জন্য প্রতিবছর আর্থিক গড় বৃদ্ধির হার 7.6% থাকতে হবে, আগামী ২৫ বছরে।
11. Phonepe চালু করেছে ভারতের প্রথম মাসিক subscription-এর ভিত্তিতে স্বাস্থ্য বীমা সম্পর্কিত একটি platform।
12. IIFL Home Finance, 50 মিলিয়ন মার্কিন ডলার ঋণ সংগ্রহ করেছে US International Development Finance Corp এর কাছ থেকে।
13. GQG Partners, প্রায় 2400 কোটি টাকা বিনিয়োগ করে পতঞ্জলি ফুডসের 5.96% অংশীদারিত্ব অর্জন করেছে।
Defense News
14. LSAM 7 সিরিজের প্রথম বার্জ ভারতীয় নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
Rank & Reports
15. Henley Passport Index 2023 অনুযায়ী ভারত 80th স্থান অধিকার করেছে এবং সিঙ্গাপুর হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যেখানে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে।
Awards in News
16. ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ‘Bhoomi Samman awards 2023‘ উপস্থাপিত করেছেন 9টি রাজ্যসচিব ও 68টি জেলার সংগ্রাহকদের। এর মধ্যে ওড়িশার 19টি জেলা প্লাটিনাম পুরস্কার পেয়েছে।
Sports News
17. Para Athletics Championships যেটি প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল সেখানে অজিত সিং 65.41 থ্রো করে ইভেন্টে শীর্ষস্থান অধিকার করেছে।
18. Yonex US Open 2023 Badminton championship-এ চীনের Li Shi FengMen’s Singles এবং থাইল্যান্ডের Supanida Katethong, Women’s Singles জিতেছে।
19. South zone, west zone কে 75 রানে হারিয়ে জিতে নিয়েছে 2023 Duleep Trophy Championship, যেটি ব্যাঙ্গালোরের M. Chinnaswamy Stadium-এ অনুষ্ঠিত হয়েছিল।
Important Days
20. International Chess Day, প্রতি বছর 20th July celebrate করা হয়।
ধন্যবাদ !
1 thought on “21st July current affairs in bengali 2023|| ২১শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”