22, 23 & 24th July current affairs in bengali 2023|| ২২ ২৩ এবং ২৪শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ২৩ এবং ২৪শে জুলাই ২০২৩
জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স: Daily current affairs in bengali 2023 যে কোনো সরকারি চাকরির পরীক্ষা Crack করার জন্য একটি অতি গুরুত্তপূর্ণ বিষয়, তাই এই বিষয় টিকে প্রতিদিন পড়ুন ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত থাকুন।

National News

1. মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের National Institute of Industrial Engineering (NITIE)- কে ২১ তম Indian Institute of Management (IIM) হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য অনুমোদন দিয়েছেন।

2. ১২ই জুলাই NABARD-এর ৪২তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে, এ বছরের theme ছিল-“NABARD: 42 Years of Rural Transformation”।

3. UN Women এবং UNDP (United Nations Women and United Nations Development Programme) কিগালি , রুয়ান্ডা, পূর্ব আফ্রিকাতেThe paths to equal: Twin indices on women’s empowerment and gender equality at the Women Deliver 2023 Conference (WD2023)” নামক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

4. 3rd G20 FMCBG (Finance Ministers and Central Bank Governors) meeting 2023, গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হয়েছে।

State News

5. ভারতের প্রথম “Satellite Network Portal Siteগুজরাটে তৈরি করার জন্য গুজরাট সরকার লন্ডনে অবস্থিত একটি OneWeb নামক কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

》 গুজরাটের গ্রামে, জেলায়, পঞ্চায়েত, স্থানীয় প্রশাসনিক সংস্থা, সরকারি বিভাগে স্বল্পমূল্যের বিনিময়ে ইন্টারনেটের সুবিধা প্রদান করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

6. ছত্রিশগড়ের প্রধানমন্ত্রী ‘Gramin Awas Nyay Yojana’ চালু করেছেন গ্রামীণ গৃহহীন মানুষদের ঘর প্রদান করার জন্য

7. কর্ণাটকের মুখ্যমন্ত্রী Siddaramaiah, ‘Gruha Lakshmi scheme’, চালু করেছেন যার অধীনে পরিবারের মহিলা প্রধান কে প্রতিমাসে ২০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে

8. LG Manoj Sinha 3দিন ব্যাপী Amrit Yuva Kalotsav অনুষ্ঠানের উদ্বোধন করলেন শ্রীনগরে।

আরো পড়ুন …….

21st July current affairs in bengali 2023

20th July current affairs in bengali 2023

19th July current affairs in bengali 2023

Bank & Business News

9. BSE (Bombay Stock Exchange), NSE (National Stock Exchange) এবং SEBI (Securities and Exchange Board of India) সিদ্ধান্ত নিয়েছে micro-cap stocks-এর উপর ট্রেডিং নিষেধাজ্ঞা তুলে Enhanced Surveillance Measures (ESM)-এর আওতায় নিয়ে আসবে

10. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের বিজনোরে অবস্থিত United India Co-operative Bank Limited-এর Lisence বাতিল করেছে, বর্তমান আমানতকারীদের সম্পূর্ণ অর্থ প্রদানের জন্য পর্যাপ্ত মূলধন না থাকার জন্য।

11. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ৮ মাস ব্যাপী একটি স্থিতিশীল পরিবেশের জন্য অভিযান চালিয়েছে যার নাম ‘Project PNB PALAASH’

12. HDFC Bank market capitalization USD 100 Million ছাড়িয়েছে এর মাধ্যমে, HDFC ব্যাংক বিশ্বের 7তম বৃহত্তম ঋণদাতাতে পরিণত হয়েছে

JPMorgan Chase (USD 438 billion) এই নিরিখে শীর্ষস্থান অধিকার করেছে

Awards in News

13. ভারতীয় বংশোদ্ভূত ৭ বছর বয়সী Moksha Roy, UK PM’s ‘Points of Light award’ টি জিতেছে

Appointment News

14. ভারতীয় কোস্টগার্ডের ২৫ তম ডিরেক্টর জেনারেল হলেন রাকেশ পাল

15. Michelin India এর MD হিসাবে নিযুক্ত হলেন সান্তনু দেশপান্ডে

Important Days

16. 54th International Moon Day, 20th July প্রতিবছর পালিত হয়, কারণ এই দিনে মানুষ প্রথম চাঁদে অবতরণ করেছিল।

এই বছরের theme ছিল “Lunar Exploration Coordination & Sustainability“.

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিছু FAQ:

1. নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 12th July 1982.

2. নাবার্ড এর বর্তমান চেয়ারম্যান কে ?

উত্তর: Shri Shaji K V.

3. নাবার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর: মুম্বাই।

4. ভারতে বিএসই কবে শুরু হয় ?

উত্তর: 1875.

5. SEBI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর: মুম্বাই।

6. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 19 May 1894, পাকিস্তানের লাহোরে।

7. JPMorgan Chase-এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?

উত্তর: New York, USA।

8. Michelin India-এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?

উত্তর: Clermont-Ferrand, France.

9.চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন কে ?

উত্তর: নীল আর্মস্ট্রং, ১৯৬৯ সালের ২০ জুলাই।

ধন্যবাদ !!!!!!!!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2 thoughts on “22, 23 & 24th July current affairs in bengali 2023|| ২২ ২৩ এবং ২৪শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment