আজকে আপনাদের জন্য রইলো ৮ই সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. ভারত, বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল ‘Arogya Maitri Cube‘ লঞ্চ করল। এটি 72টি কিউব নিয়ে গঠিত যা এয়ারলিফট করা যায়।
2. মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, জাতির জনক মহাত্মা গান্ধীর ১২ ফুট উঁচু মূর্তি এবং ‘গান্ধী ভাটিকা’র উদ্বোধন করলেন নতুন দিল্লিতে।
State News
3. সম্প্রতি হিমাচল প্রদেশ সরকার, লঞ্চ করলো SABAL (Mukhya Mantri Spoting Abilities Rebuilding Aspirations and Livelihood Scheme) যোজনা, বিশেষভাবে অক্ষম শিশুদের জন্য।
Bank & Business News
4. Paytm লঞ্চ করেছে Paytm Card Soundbox, যেটি সমস্ত ব্যবসায়ীদের অনলাইন মোবাইল এবং কার্ড পেমেন্ট গ্রহণ করতে সাহায্য করবে।
5. Indian Bank এবং IBM (International Business Machines Corporation) একে অপরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে, দ্রুততার সাথে front-end banking applications স্থাপনের সুবিধার জন্য।
6. State Bank of India, UPI interoperability চালু করেছে তার ডিজিটাল রুপিতে (eRupee) যা CBDC (Central Bank Digital Currency) নামেও পরিচিত।
7. IRED (Indian Renewable Energy Development Agency Ltd), IIFCL (India Infrastructure Finance Company Ltd)- এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রিনিউএবল এনার্জি প্রকল্পে সহ-অর্থায়ন করতে।
Appointment News
8. Sato Kilman, পঞ্চম বারের মতো Republic of Vanuatu-এর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
9. কগনিজেন্ট ইন্ডিয়ার CMD রাজেশ নাম্বিয়ার, NASSCOM-এর চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হয়েছেন।
10. Film and Television Institute of India (FTII)- এর চেয়ারপার্সন হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন অভিনেতা R. Madhavan।
এ সম্পর্কে বিস্তারিত জানত পড়ুন 👇
》অভিনেতা R. Madhavan FTII-এর প্রেসিডেন্ট হলেন
Defense News
11. Indian Airforce, ‘ত্রিশুল‘ নামক একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পরিচালনা করছে ভারতের চীন এবং পাকিস্তান সংলগ্ন সীমান্তে।
Sports News
12. ISSF World Championships 2023, সম্প্রতি বাকু, আজারবাইজানে সম্পন্ন হলো এবং ১৪টি (6টি গোল্ড ৮ টি ব্রোঞ্জ) মেডেল জিতে ভারত তৃতীয় স্থান অধিকার করেছে।
- এই চ্যাম্পিয়নশিপে ২৮ টি মেডেল জিতে চীন প্রথম স্থান অধিকার করেছে এবং ইউক্রেন দ্বিতীয় স্থান অধিকার করেছে।
13. Men’s Hockey 5s Asia Cup-এর প্রথম সংস্করণ ওমানে সংঘটিত হলো যেখানে ভারতীয় হকি দল পাকিস্তানকে হারিয়েছে।
- Player of the Tournament- মানিন্দর সিং (ভারত)।
Obituary
14. ISRO-এর অনেক রকেট লঞ্চের সময় যার কণ্ঠস্বরে কাউন্টডাউন শুরু হয়ে থাকে সেই N Valarmathi সম্প্রতি প্রয়াত হলেন।
- সম্প্রতি চন্দ্রযান-3 এর জন্য তার শেষ ঘোষণা সম্পন্ন হয়েছিল।
Important Days
15. নীল আকাশের স্বচ্ছ বায়ু দিবস সম্প্রতি পালিত হলো ৭ই সেপ্টেম্বর।
Theme: “Together for Clean Air“.
✅️ আগের পোস্টটি পড়ুন…
1 thought on “8th September current affairs in bengali 2023|| ৮ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”