অভিনেতা R. Madhavan FTII-এর প্রেসিডেন্ট হলেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
R. madhavan FTII President
R. Madhavan is next president of FTII

আর মাধবনের পরিচালনায় তৈরি রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছে। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTII) এর নতুন সভাপতি হিসেবে R. Madhavan-কে নিযুক্ত করেছেন। আর মাধবনের পূর্বে এই দায়ভার ফিল্ম নির্মাতা শেখর কাপুরের উপর ছিল।

FTII সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া(FTII) মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। 1960 সালে তৈরি হওয়া এই প্রতিষ্ঠানটি পূর্বে ‘Film Institute of India’ নামে পরিচিত ছিল। এখানে ফিল্ম এডিটিং, ডিরেকশন সিনেমাটোগ্রাফি, অডিওগ্রাফি, অভিনয়, শিল্প নির্দেশনা, স্ক্রিন এক্টিং, স্ক্রিন রাইটিং, কম্পিউটার গ্রাফিক্স এবং অ্যানিমেশনের কোর্স প্রদান করা হয়।

অভিনেতা রোশন তানেজা এই প্রতিষ্ঠানের প্রথম সভাপতি ছিলেন এবং শেষ সভাপতি ছিলেন চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর।

R. Madhavan সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমূহ:

আর মাধবন একজন তামিল এবং হিন্দি চলচ্চিত্রের অভিনেতা। মণি রত্নমের ২০০০ সালের রোমান্টিক ছবি ‘আলাইপাউথেয়’ দিয়ে তামিল সিনেমায় তার আত্মপ্রকাশ হয়। পরের বছর অর্থাৎ ২০০১ সালে, গৌতম বাসুদেব মেননের রোমান্টিক চলচ্চিত্র ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’-ছবিতে দিয়া মির্জার সাথে বলিউডে পা রাখেন। তিনি গত বছর রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট- ছবিতে প্রাক্তন ISRO বিজ্ঞানী-নাম্বি নারায়ণনের চরিত্রে তার Direction-এর আত্মপ্রকাশ করেছিলেন, যেটি তাকে সেরা ছবির জন্য তার প্রথম জাতীয় পুরস্কার আনতে সাহায্য করে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “অভিনেতা R. Madhavan FTII-এর প্রেসিডেন্ট হলেন”

Leave a comment