7th September Top current affairs in bengali 2023||৭ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
7th September 2023 current affairs in bengali version
৭ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

আজকে আপনাদের জন্য রইলো ৭ই সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. Archeological Survey of India (ASI) লঞ্চ করল ‘Adopt a Heritage 2.0’ প্রোগ্রাম নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস (IGNCA)-এর স্মৃতিসৌধ সংরক্ষণের দায়িত্বশীল কর্পোরেট স্টেক হোল্ডারদের সাহায্য করার জন্য।

  • এর জন্য ‘ইন্ডিয়ান হেরিটেজ‘ অ্যাপ লঞ্চ করা হয়।

2. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতেমেরি মাটি-মেরা দেশ’ অভিযানের অধীনে ‘অমৃত কলস‘ যাত্রা শুরু করলেন।

  • এই যাত্রা ভারতের ৭৫০টি জেলায় যাবে এবং সেখান থেকে মাটি সংগ্রহ করে “অমৃত ভাটিকা” নির্মাণ করবে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল-এর কাছে।

Bank & Business News

3. Bajaj Auto Consumer Finance, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে NBFC (Non-Banking Finance Company) হিসেবে কাজ করার শংসাপত্র পেয়েছে।

4. NPCI (National Payments Corporation of India) নিশ্চিত করেছে যে আগস্ট মাসে UPI (Unified Payments Interface)-এর মাসিক লেনদেন 10 বিলিয়ন অতিক্রম করেছে

5. Indian Bank, OneCard-এর সাথে অংশীদারত্ব করে VISA Signature metal co-branded credit cards লঞ্চ করেছে।

Appointment News

6. কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন MD & CEO হিসেবে দায়িত্ব নিলেন দীপক গুপ্ত, ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

7. Press Information Bureau (PIB)-এর প্রিন্সিপাল ডাইরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন মনীশ দেসাই

8. খনি মন্ত্রণালয়ের সচিব হিসেবে L. Kantha Rao-কে নিয়োগ করা হলো।

9. Ministry of Civil Aviation-এর নতুন সচিব হিসেবে দায়ভার নিলেন Vumlunmang Vualnam

Defense News

10. Naval Commanders’ Conference-এর দ্বিতীয় সংস্করণ সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হলো।

Summits

11. International Aerospace Conference- গোয়ালিয়র, মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হলো।

Theme: “Moving Towards Inclusive Global Value Chain“.

Awards in News

12. গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন (US), রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস-কে গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ড 2023-এ ‘A+‘ রেটিং দিয়েছে।

13. ‘Dr V G Patel Memorial Award-2023 পেলেন প্রফেসর সত্যজিৎ মজুমদার

Sports News

14. রেডবুল-এর বেলজিয়ান-ডাচ ড্রাইভার Max Verstappen, 93rd edition of Italian Grand Prix জিতেছেন।

15. মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাব, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে হারিয়ে ডুরান্ড কাপ 2023 ট্রফি জিতেছে যেটি পশ্চিমবঙ্গের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল

  • গোল্ডেন বল জিতেছেন Nandhakumar Sekar( ইস্টবেঙ্গল)
  • গোল্ডেন বুট জিতেছেন David Lalhlansanga ( মোহনবাগান এস সি)
  • গোল্ডেন গ্লোভ জিতেছেন Vishal Kaith (মোহনবাগান সুপার জায়ান্ট)

16. Danielle McGahey, কানাডার প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেটার যিনি আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করবেন

Obituary

17. জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেট টিমের অধিনায়ক Heath Hilton Streak প্রয়াত হয়েছেন।

Important Days

18. জাতীয় শিক্ষক দিবস প্রতিবছর 5ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়।

✅️আগের পোস্টটি পড়ুন ….👉

👉 “6th September Top current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a comment