আজকে আপনাদের জন্য রইলো ৯ই সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লঞ্চ করলেন, ‘Malaviya Mission- Teachers Training Programme’ by UGC (University Grants Commission)।
2. পর্যটন মন্ত্রণালয় এবং UNWTO (United Nations World Tourism Organisation) G20 পর্যটন এবং SDG ড্যাশবোর্ড উন্মোচন করল।
3. ভারতের প্রথম সোলার সিটি উদ্বোধন করা হলো সাঁচি, মধ্যপ্রদেশে।
International News
4. কাঠমান্ডু কলিঙ্গ লিটারারি ফেস্টিভ্যাল-এর দ্বিতীয় সংস্করণ সম্প্রতি নেপালে অনুষ্ঠিত হলো।
State News
5. উড়িষ্যার ‘Rayagada Shawls‘ এবং কোরাপুটের ‘কালোজিরা রাইস‘ Geographical Indicator (GI) Tag পেয়েছে।
6. অন্ধ্রপ্রদেশ ফুড প্রসেসিং সোসাইটি (APFPS), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে অন্ধ্রপ্রদেশে 7,500টি মাইক্রো ফুড প্রসেসিং ইউনিটের প্রচার ও প্রতিষ্ঠা করার জন্য।
7. সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশন সর্বোচ্চ প্লাটিনাম রেকর্ড-এর সাথে “গ্রিন রেলওয়ে স্টেশন” হিসাবে সার্টিফিকেট পেয়েছে Indian Green Building Council (IGBC) –Confederation of Indian Industry (CII)-এর কাছ থেকে।
8. আসাম বহুবিবাহ প্রথাকে সম্পূর্ণরূপে ব্যান করার জন্য ডিসেম্বর মাসে একটি বিল পেশ করতে চলেছে।
Bank & Business News
9. Bajaj Allianz life Insurance সম্প্রতি লঞ্চ করল একটি সেভিংস প্ল্যান- ‘Bajaj Allianz Life ACE‘।
10. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লঞ্চ করলো ‘PNB Digital Rupee App’।
11. SBI Card, সি-স্যুটের এক্সিকিউটিভ এবং উচ্চবিত্ত শ্রেণীর মূল্যবান ব্যক্তিদের জন্য তার সুপার-প্রিমিয়াম কার্ড ‘AURUM’-এর সর্বশেষ বৈশিষ্ট্য উন্মোচন করেছে।
12. হিটাচি পেমেন্ট সার্ভিসেস সম্প্রতি NPCI ( National Payments Corporation of India)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে লঞ্চ করল ভারতের প্রথম হোয়াইট লেভেল UPI-ATM।
Science & Tech
13. গ্রিন রোবোটিক্স, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে অংশীদারত্ব করে লঞ্চ করল ভারতের সর্বপ্রথম AI সক্ষম কাউন্টার ড্রোন ‘ইন্দ্রজাল’।
- ইন্দ্রজাল, AI-চালিত প্ল্যাটফর্ম ‘GreneOS‘-এর উপর কাজ করবে।
Defense News
14. Bharat Electronics Limited (BEL) এবং Israel Aerospace Industries Ltd একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস চালু করার জন্য।
Important Days
15. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস প্রতিবছর 8 সেপ্টেম্বর পালন করা হয়।
Theme: “Promoting literacy for a world in transition: Building the foundation for sustainable and peaceful societies“.
✅️ আগের পোস্টটি পড়ুন…
1 thought on “9th September current affairs in bengali 2023|| ৯ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”