25th July current affairs in bengali 2023|| ২৫শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

current affairs in bengali today 25th July 2023
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ২৫শে জুলাই ২০২৩

Daily current affairs in bengali 2023: প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো সরকারি চাকরির পরীক্ষা Crack করার জন্য একটি অতি গুরুত্তপূর্ণ বিষয়, তাই এই বিষয় টিকে প্রতিদিন পড়ুন ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে অবগত থাকুন।

National News

1. ভারত স্বেচ্ছায় United Nation-কে, USD 1 Million অবদান দিতে চলেছে, জাতিসংঘে (United Nations) হিন্দি ভাষার ব্যবহার প্রচারের জন্য

2. Ministry of Culture এবং Indian Navy, একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, ২০০০ বছর পুরনো একটি প্রাচীন সেলাই জাহাজ নির্মাণ পদ্ধতি কে পুনর্জীবিত করার জন্য যেটা ‘Tankai method’ (টঙ্কাই পদ্ধতি) নামে পরিচিত।

3. FSSAI (Food Safety & Standards Authority of India) এবং AOAC INTERNATIONAL একটি চুক্তি স্বাক্ষর করেছে, ভারতে খাদ্য নিরাপত্তা বিশ্লেষণাত্মক বাস্তুতন্ত্রকে বাড়ানোর জন্য

4. ভারত এবং জাপান একটি সহযোগিতার স্মারকলিপি স্বাক্ষর করেছে, সরকার থেকে সরকার এবং শিল্প থেকে শিল্পের ক্ষেত্রে ‘semiconductor supply-chain‘-এ অংশীদারত্ব করবার জন্য।

5. DAHD (The Department of Animal Husbandry & Dairying) এই প্রথমবার প্রাণিসম্পদ খাতের জন্য লঞ্চ করেছে ‘Credit Guarantee Scheme‘।

  • এই জন্য একটি ‘Credit Guarantee Fund Trust‘ গড়ে তোলা হয়েছে যার মূল্য ৭৫০ কোটি

6. ভারতীয় সরকার Non-Basmati সাদা চাল রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে

International News

7. 11th A-WEB Executive Board Meeting, যেটি Cartagena, Colombia তে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ভারতীয় চীফ ইলেকশন কমিশনার রাজীব কুমার অংশগ্রহণ করেছিলেন।

8. সংযুক্ত আরব আমিরাত (UAE), প্রথম আরব দেশে পরিণত হয়েছে যেটি Money Laundering এর ক্ষেত্রে, Asia-Pacific Group-এর ‘Observer Status‘ পেয়েছে।

State News

9. ODOP (One District One Product) Program– এর জন্য গুজরাট সরকার, DPIIT (Department for Promotion of Industry and Internal Trade) -এর সাথে অংশীদারত্ব করেছে, রাজ্যের আদিবাসীদের দ্বারা তৈরি কারুশিল্পকে প্রচার করার জন্য

  • ভারতের গুজরাট প্রথম রাজ্য যেটি ২০১৮ সালে One District One Product program চালু করেছিল।

10. উত্তর প্রদেশ সরকার ‘upevsubsidy.in‘ নামক একটি ওয়েবসাইট চালু করেছে, বৈদ্যুতিক যানবাহন অনলাইন কেনার ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে সহজেই সরকারি ভর্তুকি পেয়ে যায় সেজন্য

11. 69th edition of Filmfare awards in 2024, host করতে চলেছে গুজরাট

  • The 68th Filmfare Awards, মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল।

■ আরো পড়ুন……..

22, 23 & 24th July current affairs in bengali 2023

21st July current affairs in bengali 2023

20th July current affairs in bengali 2023

Bank & Business News

12. Corporate Debt Market Development Fund (CDMDF) পরিচালনা করার জন্য, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নতুন ‘Trustee Company‘ খুলতে চলেছে।

13. IRDAI (Insurance Insurance Regulatory and Development Authority of India), Cholamandalam MS Insurance কোম্পানিকে, পশ্চিমবঙ্গের প্রধান বীমা প্রদানকারি সংস্থা হিসেবে নিযুক্ত করেছে।

14. Avaada Group, REC Limited-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, আগামী 5 বছরে 20,000 কোটি টাকা বিনিয়োগ করার জন্য।

Awards in News

15. Ministry of coal, “Best Engagement”-বিভাগে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দ্বারা পুরস্কৃত হয়েছে।

Appointment News

16. ইনভেস্ট ইন্ডিয়ার MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন Nivruti Rai

  • পূর্ববর্তী MD এবং CEO ছিলেন Manmeet K Nanda।

17. SBI Capital Markets Limited এর MD এবং CEO হলেন Rajay Kumar Sinha

  • পূর্ববর্তী MD এবং CEO ছিলেন Amitava Chatterjee।

18. LIC-এর Managing Director হিসাবে নিযুক্ত হলেন Sat Pal Bhanoo

Sports News

19. Super GM chess tournament 2023, যেটি হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ১৭ বছর বয়সী R Praggnanandhaa চ্যাম্পিয়ন হয়েছে।

Important Days

20. World Brain Day, প্রতিবছর ২২ শে জুলাই পালন করা হয়

  • এ বছরের theme ছিল “Brain Health and Disability: Leave No One Behind“.

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিছু FAQ:

1. জাতিসংঘ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল ?

উত্তর: ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর।

2. জাতিসংঘের সদর দপ্তর কোথায় ?

উত্তর: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত।

3. ভারতীয় নৌবাহিনী প্রধান কে 2023 ?

উত্তর: অ্যাডমিরাল আর হরি কুমার।

4. Fssai এর পুরো নাম কি?

উত্তর: Food Safety & Standards Authority of India।

5. AOAC INTERNATIONAL কবে গঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর: 1884 সালে গঠিত হয় এবং এর সদর দপ্তর Rockville, Maryland-এ অবস্থিত।

6. সংযুক্ত আরব আমিরাত এর রাজধানীর নাম কি ?

উত্তর: আবুধাবি।

7. স্টেট ব্যাংক এর পূর্ববর্তী নাম কি ছিল ?

উত্তর: ইম্পেরিয়াল ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

8. Sbi এর বর্তমান চেয়ারম্যান কে ?

উত্তর: দীনেশ কুমার খারা।

9. ভারতের কয়লা মন্ত্রী কে ?

উত্তর: প্রহ্লাদ জোশি।

10. বর্তমান এলআইসি এর চেয়ারম্যান কে?

উত্তর: সিদ্ধার্থ মোহান্তি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now