আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ১৯ই সেপ্টেম্বর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. HyperUPI-নামক একটি প্লাগ-ইন সফ্টওয়্যার তৈরি করার জন্য কোন ব্যাংকের সাথে অংশীদারত্ব করেছে?
(A) Kotak Mahindra Bank
(B) Yes Bank
(C) HDFC Bank
(D) Axis Bank
View Answer2. Mircea Snegur সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কে ছিলেন?
(A) প্রসিদ্ধ জার্মান খেলোয়াড়
(B) প্রখ্যাত ইংরেজ কবি
(C) স্বাধীন মলদোভার প্রথম রাষ্ট্রপতি
(D) বিশিষ্ট ইংরেজি চিত্র পরিচালক
View Answer3. OIML সার্টিফিকেট গ্রহণ করার ক্ষেত্রে ভারত বিশ্বের কততম দেশ হয়ে উঠেছে?
(A) 26 তম
(B) 22 তম
(C) 13 তম
(D) 18 তম
View Answer4. Mastercard India এর Non-Executive Chairman হিসেবে Rajnish Kumar-কে নিযুক্ত করা হলো, তিনি পূর্বে কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন?
(A) Indian Oil Corporation
(B) Hindustan Unilever Limited
(C) HDFC Bank
(D) State Bank of India
View Answer5. কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান launch করলেন Skill India Digital (SID) Platform, যেটি তৈরি করেছে______________।
(A) National Skill Development Corporation, (NSDC)
(B) National Skill Development Agency (NSDA)
(C) Ministry of Skill Development and Entrepreneurship (MSDE)
(D) Skill India
View Answer6. Fitch Ratings-এর Global Economic Outlook অনুযায়ী FY 2023-24-এ ভারতের GDP কত অনুমান করা হয়েছে?
(A) 6.4%
(B) 6.3%
(C) 6.7%
(D) 6.5%
View Answer7. ‘ই-ভূমি পোর্টাল‘ সম্প্রতি চালু করল কোন রাজ্য?
(A) হরিয়ানা
(B) উত্তর প্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) বিহার
View Answer8. “The Autobiography of God” বইটি লিখেছেন____________।
(A) Manjeet Kripalani
(B) Lenaa Kumar
(C) Radhika Iyengar
(D) Amrit Mathur
View Answer9. স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনটি NGO-এর FCRA license বাতিল করেছে, নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি এর অন্তর্গত?
(A) Srinivas Malliah Memorial Theatre Crafts Museum
(B) SELF EMPLOYED WOMEN’S ASSOCIATION (SEWA)
(C) Bal Raksha Bharat
(D) উপরের সবকটি
View Answer10. সম্প্রতি কোন রাজ্য চালু করল Special Gift Deed Scheme?
(A) উত্তরপ্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) হরিয়ানা
(D) তামিলনাড়ু
View Answer11. World Patient Safety Day প্রতিবছর কত তারিখে পালন করা হয়?
(A) 16 সেপ্টেম্বর
(B) 15 সেপ্টেম্বর
(C) 12 সেপ্টেম্বর
(D) 17 সেপ্টেম্বর
View Answer12. দ্রৌপদী মুর্মু কোন বিধানসভার NeVA (National e-Vidhan Application) প্রকল্পের উদ্বোধন করলেন?
(A) উড়িষ্যা বিধানসভা
(B) ঝাড়খন্ড বিধানসভা
(C) গুজরাট বিধানসভা
(D) মধ্যপ্রদেশ বিধানসভা
View Answer13. “Virtual Commercial Card” লঞ্চ করার জন্য Visa এবং Juspay-এর সাথে কোন ব্যাংক পার্টনারশিপ করেছে?
(A) RBL Bank
(B) IndusInd Bank Ltd
(C) IDBI Bank
(D) Federal Bank
View Answer✅️ আগের কুইজে যোগ দিন….
1 thought on “19th September Current affairs Quiz in bengali 2023|| ১৯ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”