2nd September Current affairs Quiz in bengali 2023|| ২রা সেপ্টেম্বর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
2nd September current affairs today mcq
২রা সেপ্টেম্বর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর

আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ২রা সেপ্টেম্বর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।

1. শেল ইন্ডিয়া কোম্পানির কাউন্ট্রি চেয়ার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

(A) গীতিকা শ্রীবাস্তব

(B) মানসী মদন ত্রিপাঠী

(C) রাজেশ কুমার দুবে 

(D) পারমিন্দার চোপড়া 

View Answer
(B) মানসী মদন ত্রিপাঠী

2. ভারত সরকার ‘ওপেন স্কাই নীতির‘ জন্য কোন দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো?

(A) ফ্রান্স

(B) জার্মানি

(C) নিউজিল্যান্ড

(D) জাপান

View Answer
(C) নিউজিল্যান্ড

3. ক্যাবিনেট কমিটি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স, LPG গ্যাসের সিলিন্ডার পিছু কত করে কমবে?

(A) 50 টাকা

(B) 150 টাকা

(C) 120 টাকা

(D) 200 টাকা

View Answer
(D) 200 টাকা

4. 26th meeting of Western Zonal Council সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো?

(A) গুজরাট

(B) গোয়া

(C) মহারাষ্ট্র

(D) তেলেঙ্গনা

View Answer
(A) গুজরাট

5. Women’s Hockey 5s Asia Cup 2023 সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?

(A) Philippines

(B) Denmark

(C) Oman

(D) Indonesia

View Answer
(C) Oman

6. দেব কোহলি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি ____________ ছিলেন?

(A) সাহিত্যিক

(B) কবি

(C) বাদ্যকার

(D) অভিনেতা

View Answer
(B) কবি

7. World Letter Writting Day কবে পালিত হলো?

(A) 2 সেপ্টেম্বর

(B) 3 সেপ্টেম্বর

(C) 1 সেপ্টেম্বর

(D) 29 আগস্ট

View Answer
(C) 1 সেপ্টেম্বর

8. জাতীয় ক্রীড়া ফেডারেশন (NSFs) পোর্টাল সম্প্রতি লঞ্চ করলেন কে?

(A) Rajnath Singh

(B) Anurag Singh Thakur

(C) Nitin Gadkari

(D) Parshottam Rupala

View Answer
(B) Anurag Singh Thakur

9. নাগরিকদের পেনশন বিতরণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্প্রতি কোন ব্যাংককে নিযুক্ত করেছে?

(A) Bank of Baroda

(B) IDFC FIRST

(C) Canara Bank

(D) Bandhan Bank

View Answer
(D) Bandhan Bank

10. Fastag-ভিত্তিক পার্কিং পেমেন্ট, Airtel Payments Bank চালু করল জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে, এই বিমানবন্দরটি কোথায় অবস্থিত?

(A) রাজস্থান

(B) বিহার

(C) মহারাষ্ট্র

(D) উত্তরপ্রদেশ

View Answer
(B) বিহার

✅️ আগের কুইজে যোগ দিন….👉

👉 “1st September Current affairs Quiz in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “2nd September Current affairs Quiz in bengali 2023|| ২রা সেপ্টেম্বর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর”

Leave a comment