Aditya L1 Mission 2023: গত ২৩শে আগস্ট ২০২৩-এ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ইতিহাস রচনা করে ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। এরপর আরো একটি ইতিহাস গড়ে তোলার লক্ষ্যে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Indian Space Research Organization)।তবে এবারের লক্ষ্য চাঁদ নয়, সূর্য। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV C57)-এর মাধ্যমে ২রা সেপ্টেম্বর ২০২৩-এ সোলার মিশন আদিত্য এল-১ নামক কৃত্রিম উপগ্রহটি সূর্যের পথে পাড়ি দেবে সূর্যের কার্যকলাপ এবং পৃথিবীর ওপর তার প্রভাব কে পর্যবেক্ষণ করার জন্য।
আদিত্য এল-১ কী?
সূর্যের আরেক নাম আদিত্য এবং এই নামানুসারে মহাকাশযানটির নামকরণ করা হয়েছে আদিত্য এল-১। মূলত সূর্যকে অধ্যয়ন করার জন্যই এই কৃত্রিম স্যাটেলাইট তৈরি করা হয়েছে। এটিকে পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে L1 ল্যাগ্রেঞ্জ পয়েন্টের হ্যালো কক্ষপথে ঢোকানো হবে যা পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তীতে অবস্থিত। মূলত সূর্যের বিভিন্ন স্তর, তাদের গতিবিধি এবং পৃথিবীর উপর তার প্রভাববের বৈজ্ঞানিক গবেষণার জন্য এই মহাকাশযানটিকে সূর্যে পাঠানো হচ্ছে।
Aditya-L1 launch date and Time:
এই কৃত্রিম উপগ্রহটি অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার স্পেস রিসার্চ ইনস্টিটিউট থেকে Polar Satellite Launch Vehicle (PSLV C57)-এর মাধ্যমে 2nd September 2023 সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ লঞ্চ করা হবে।
আদিত্য এল-১ এর বাজেট:
এই মিশনটির পেছনে খরচা হয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪০০ কোটি টাকা। বলাবাহুল্য চন্দ্রযান-3 এর চেয়েও কম খরচে তৈরি হয়েছে এই আদিত্য এল-১ মিশনটি।
আদিত্য এল-১ মিশনের লক্ষ্য:
মহাকাশযানটিকে প্রাথমিকভাবে পৃথিবীর নিম্ন কক্ষপথের প্রতিস্থাপন করা হবে এবং ধীরে ধীরে এল-১ পয়েন্টের দিকে এগিয়ে যাবে যাতে সময় লাগবে প্রায় চার মাস। সূর্যের গতিবিধিকে পর্যবেক্ষণ করার জন্যই এই স্যাটেলাইট লঞ্চ করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিছু বিশেষ লক্ষ্যকে মাথায় রেখে ইসরোর এই প্রচেষ্টা- চলুন দেখে নেওয়া যাক সেগুলি কি কি-
✔️ সূর্যের উপরের ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সবচেয়ে বাইরের করোনা স্তরের গতিবিদ্যার অধ্যয়ন
✔️ক্রোমোস্ফিয়ার এবং করোনা স্তর উত্তপ্ত হওয়ার কারণ পর্যবেক্ষণ করা
✔️করোনাল এবং করোনাল লুপ প্লাজমার বেগ তাপমাত্রা ও ঘনত্ব নিয়ে গবেষণা
✔️ সূর্য থেকে আগত কণা বা সৌররশ্মির গতিবিদ্যা পর্যবেক্ষণের জন্য ডাটা প্রদানকারী ইন-সিটু কণা এবং প্লাজমা পর্যবেক্ষণ করা
✔️CMEs এর উৎপত্তি, উন্নয়ন, গতিশীলতা অধ্যায়ন করা
✔️ সূর্যের একাধিক স্তর যেমন ক্রোমোস্ফিয়ার ফটোস্ফিয়ার এছাড়া করোনা স্তরে ঘটে যাওয়া ঘটনাগুলো কিভাবে পর্যায়ক্রমে সৌর বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায় সেটা পর্যবেক্ষণ করা
✔️ মহাকাশ আবহাওয়ার চালক বিশেষ করে সূর্য কিভাবে মহাকাশের আবহাওয়া কে নিয়ন্ত্রণ করে সেটা পর্যবেক্ষণ করা
✔️ সূর্যের করোনা স্তরের চৌম্বক ক্ষেত্রের টপোলজি এবং তার পরিমাপ নির্ধারণ করা
আদিত্য এল-১ এর উৎক্ষেপণ কখন কোথায় এবং কিভাবে দেখা যাবে?
চন্দ্রযান-3 এর মত আদিত্য এল-১ এর উৎক্ষেপণ সরাসরি youtube অথবা ফেসবুকে লাইভ স্ট্রিম দেখতে পাওয়া যাবে, এছাড়া বিভিন্ন নিউজ চ্যানেলে এর সরাসরি সম্প্রসারণ দেখানো হবে। তবে সরাসরি শ্রী হরি কোটার দর্শক আসনে বসে দেখার রেজিস্ট্রেশনের সময়কাল পেরিয়ে গেছে তাই এর পরবর্তীতে এরকম ধরনের কোন স্যাটেলাইট লঞ্চ করা হলে আগের থেকে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দর্শক আসন বুক করে রাখতে হবে।
আদিত্য এল-১ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ FAQs:
1. আদিত্য এল- ১ এর কাজ কি ?
উঃ সূর্যের আশেপাশের বায়ুমন্ডলের কার্যকলাপ, সৌরচুম্বকীয় ঝড় এবং পৃথিবীর আবহাওয়ার উপর তার প্রভাব পর্যবেক্ষণ করা।
2. আদিত্য এল ১ পুরো কথা কি?
উঃ Aditya-Lagrangian point 1 (L1)।
3. Aditya-L1 মিশনটি পরিচালনা করছে কোন সংস্থা
উঃ ISRO (Indian Space Research Organisation)।
4. Aditya-L1 এর মোট পরিকল্পিত সময়কাল কত?
উঃ ৫.২ বছর।
5.কোন রকেটের মাধ্যমে মিশনটিকে লঞ্চ করা হবে
উঃ PSLV XL (C57)।
6. মহাকাশযান টি সূর্যের কত কাছে যাবে
উঃ পৃথিবী থেকে সূর্যের দিকে ১.৫ মিলিয়ন কিলোমিটার পর্যন্ত যাবে।
7. Aditya-L1 এর মোট ওজন কত
উঃ 1,475 কেজি।
8. Aditya-L1 এর Principal Scientist কে?
উঃ Dr. Sankarasubramanian K।
Conclusion:
চন্দ্রযান-৩ এর অসাধারণ সফলতার পর, ভারতবাসীর নজর এবার আদিত্য এল১ স্যাটেলাইটের গতিবিধির উপরে এবং চন্দ্রযান-৩ এর মত Aditya-L1 যদি তার উদ্দেশ্যে সফল হয় তবে সেটা ভারতবাসীর কাছে অত্যন্ত গৌরব এবং সম্মানের বিষয় হয়ে দাঁড়াবে।
1 thought on “আদিত্য এল ১: চন্দ্র অভিযানের সফলতার পর সৌর অভিযানের কাউন্টডাউন শুরু|| ISRO Aditya-L1 Mission in Bengali”