আজকে আপনাদের জন্য রইল ২রা সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB), বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড সাইন্স, IIT-Bombay এবং IIT-Kharagpur-এর বিশেষজ্ঞদের একটি দলকে 3.32 কোটি টাকা মঞ্জুর করেছে, হায়দ্রাবাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের প্রকল্প বাস্তবায়ন করা এবং যাত্রী নিরাপত্তা বিকাশের জন্য।
2. ভারত সরকার এবং নিউজিল্যান্ড সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে ‘ওপেন স্কাই নীতির‘ জন্য, যাতে দুই দেশের বিভিন্ন শহরের মধ্যে আরো বেশি ফ্লাইটের ব্যবস্থা করা যায়।
- এই নীতি অনুসারে নিউজিল্যান্ড, ভারতের যে 6টি শহরের মধ্যে যেকোন ধরনের বিমান পরিষেবা চালু করতে পারবে সেগুলি হল-নয়া-দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ এবং কলকাতা।
- একইভাবে ভারত, নিউজিল্যান্ডের যে শহর গুলিতে বিমান চলাচল পরিষেবা চালু করবে সেগুলি হল-অকল্যান্ড, ওয়েলিংটন এবং ক্রিস্টচার্চ।
3. ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া (NITI Aayog) এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP), সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলকে (SDGs) দ্রুত অর্জন করার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
4. গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL) এবং কেনিয়া শিপইয়ার্ড লিমিটেড (KSL) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাহাজের নকশা ও নির্মাণে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার জন্য।
5. কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে, Automotive PLI (Production Linked Incentive) Scheme-এর সময়সীমা আর্থিক বছর 2028 পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
6. ক্যাবিনেট কমিটি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অনুমোদন করেছে (CCEA), LPG (Liquefied petroleum gas) গ্যাসের সিলিন্ডার পিছু খরচ 200 টাকা করে হ্রাস পাবে সমস্ত গ্রাহকদের জন্য 30 আগস্ট 2023 থেকে।
7. কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জাতীয় ক্রীড়া ফেডারেশন (NSFs) পোর্টাল চালু করলেন, জাতীয় ক্রীড়া দিবসের দিন।
International News
8. 48টি আফ্রিকান দেশ, কাম্পালা মিনিস্ট্রাল ডিক্লারেশন অন মাইগ্রেশন এনভায়রনমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ (KDMECC) গ্রহণ করতে সম্মত হয়েছে আফ্রিকায় জলবায়ুর পরিবর্তন এবং মানুষের গতিশীলতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে।
- আশা করা হচ্ছে এই ডিক্লারেশন Africa Climate Summit-এ স্বাক্ষরিত হবে যেটি নাইরোবি, কেনিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে।
Bank & Business News
9. কেন্দ্রীয় পেনশন অ্যাকাউন্টিং অফিসের (CPAO) পক্ষ থেকে বন্ধন ব্যাঙ্ক লিমিটেডকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিযুক্ত করেছে নাগরিকদের জন্য পেনশন বিতরণের ক্ষেত্রে একটি অনুমোদিত ব্যাঙ্ক হিসাবে কাজ করার জন্য।
10. Airtel Payments Bank, Fastag-ভিত্তিক পার্কিং পেমেন্ট চালু করেছে, পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে।
Appointment News
11. গীতিকা শ্রীবাস্তব, প্রথম মহিলা যিনি Chargé d’Affaires (CDA) হিসাবে নিযুক্ত হলেন পাকিস্তানের ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনে।
12. শেল ইন্ডিয়া কোম্পানির নতুন Country Chair হিসেবে মানসী মদন ত্রিপাঠীকে 1 অক্টোবর, 2023 থেকে নিয়োগ করা হবে।
Summits
13. 26th meeting of Western Zonal Council গান্ধীনগর, গুজরাটে অনুষ্ঠিত হয় যেখানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
Sport in News
14. FIDE World Rapid Team Championship 2023 এ বছর জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে, এই চ্যাম্পিয়নশিপে WR Chess Team জিতেছে।
- শিরোপাজয়ী দলে R Praggnanandhaa ছিলেন।
15. Women’s Hockey 5s Asia Cup 2023, ওমানে অনুষ্ঠিত হয়, যেখানে ভারতীয় মহিলা হকি দল ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে জয়ী হয়।
Obituary
16. প্রবীণ গীতিকার ও কবি, দেব কোহলি সম্প্রতি প্রয়াত হয়েছেন।
- 1969 সালে ‘গুন্ডা’ সিনেমার মাধ্যমে তার বলিউড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয়।
Important Days
17. বিশ্ব চিঠি লেখা দিবস, প্রতিবছর 1st সেপ্টেম্বর পালিত হয়।
✅️আগের পোস্টটি পড়ুন…..👉
1 thought on “2nd September current affairs in bengali 2023||২রা সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”