10th & 11th September current affairs in bengali 2023|| ১০ই এবং ১১ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
10th & 11th September current affairs in bengali version
১০ই এবং ১১ই সেপ্টেম্বর ২০২৩ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

আজকে আপনাদের জন্য রইলো ১০ই এবং ১১ই সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. কেন্দ্রীয় মন্ত্রিসভা, ₹3,760 কোটি টাকার তহবিল দিতে চলেছে Viability Gap Funding (VGF) প্রকল্পের জন্য ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমস (BESS) উন্নত করার জন্য

  • প্রকল্পের মোট খরচ ₹9,400 কোটি টাকা যার মধ্যে সরকারী অবদান মোট টাকার 40% অর্থাৎ 3,740 কোটি টাকা বাকি 60% টাকা অংশগ্রহণকারী কোম্পানিরা প্রদান করবে

2. কর্ণাটক সরকার, উদ্বোধন করল ভারতের প্রথম 500 Kilo-volt-amperes (kVA) আন্ডারগ্রাউন্ড পাওয়ার ট্রান্সফর্মার স্টেশন মাল্লেস্বরাম, বেঙ্গালুরুতে

3. ভারত G20-এর জন্য প্রথম মোবাইল অ্যাপ লঞ্চ করল যার নাম ‘G20 India’, এই অ্যাপে G20 সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদান করা হবে।

State News

4. হায়দ্রাবাদে, এশিয়ার সবচেয়ে বৃহত্তম ডিস্ট্রিক্ট কুলিং সিস্টেম (DCS) তৈরি করার জন্য আবুধাবির PJSC (Tabreed) কোম্পানির সাথে তেলেঙ্গানা সরকার একটি চুক্তি স্বাক্ষর করেছে।

  • Tabreed USD 200 মিলিয়ন বিনিয়োগ করে 1,25,000 রেফ্রিজারেশন টন (RT) শীতল পরিকাঠামো তৈরি করতে চলেছে হায়দ্রাবাদের ফার্মাসিটিতে।

5. সুরাটের পর আমেদাবাদ, গুজরাট তথা ভারতের দ্বিতীয় শহর হয়ে উঠেছে যে পার্টিকুলেট ম্যাটারের জন্য ETS (Emission Trading Scheme) প্রয়োগ করতে চলেছে।

6. ঝাড়খন্ড সরকার, এবার ‘মুখ্যমন্ত্রী রাজ্য সামাজিক সুরক্ষা পেনশন যোজনা’-এর আওতায় ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করতে চলেছে প্রতিমাসে 1000 টাকা পেনশন দেওয়ার জন্য

  • এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বয়স 18 বছরের উর্ধ্বে হতে হবে এবং ভোটার আইডি কার্ড থাকতে হবে।

Bank & Business News

7. KredX এবং Mastercard একে অপরের সাথে অংশীদারত্ব করেছে উদ্যোগ এবং বিক্রেতাদের মধ্যে বিজনেস-টু-বিজনেস(B2B) ডিজিটাল পেমেন্ট রিওয়ার্ডের জন্য

8. SEBI (Securities and Exchange Board of India) গ্রো মিউচুয়াল ফান্ডকে অনুমোদন দিয়েছে তার প্রথম ইনডেক্স ফান্ড “Groww Nifty Total Markets Index Fund” কে লঞ্চ করার জন্য।

9. REC লিমিটেড, EXIM ব্যাংকের কাছ থেকে USD 100 মিলিয়ন ফরেন কারেন্সি টার্ম লোন পেতে চলেছে।

Appointment News

10. Department of Telecommunications (DoT)-এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন নীরাজ মিত্তাল

Defense News

11. ভারতীয় নৌবাহিনী (IN) এবং শ্রীলঙ্কা নৌবাহিনী (SLN) যৌথভাবে পরিচালনা করল প্যাসেজ এক্সারসাইজ (PASSEX), শ্রীলংকার কলম্বোর উপকূলে

Summits

12. 9th G20 Coordination Committee meeting সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, যেখানে সভাপতিত্ব করেছেন প্রমোদ কুমার মিশ্রা

Books & Authors

13. Fire on the Ganges: Life Among the Dead in Banaras নামক বইটি সম্প্রতি প্রকাশ পেয়েছে যেটি লিখেছেন Radhika Iyengar

Sport News

14. মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, স্টার স্পোর্টসের সাথে সহযোগী স্পন্সর হয়ে উঠেছে ICC Cricket World Cup 2023– এর জন্য।

Important Days

15. বিশ্ব শারীরিক থেরাপি দিবস প্রতি বছর 8 সেপ্টেম্বর পালন করা হয়।

Theme: “Arthritis“.

✅️আগের পোস্টটি পড়ুন….👉

🔥 “9th September current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “10th & 11th September current affairs in bengali 2023|| ১০ই এবং ১১ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment