6th September current affairs in bengali 2023: আপনাদের জন্য রইলো ৬ই সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. NTPC Limited এবং Oil India Limited (OIL)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং ডিকার্বনাইজেশন উদ্যোগের জন্য।
- NTPC 2032 সালের মধ্যে 60 GW (Giga Watt) রিনিউবেল এনার্জি অর্জন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
2. Directorate General Resettlement (DGR) এবং Genpact India Private Limited একটি চুক্তি স্বাক্ষর করেছে সামরিক বিভাগের প্রাক্তন কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সুবিধার জন্য।
3. CBIC (Central Board Of Indirect Taxes & Customs) একটি প্রকল্প লঞ্চ করেছে যার নাম ‘Mera Bill Mera Adhikar‘ এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ব্যবসা-থেকে-ভোক্তা (B2C) ক্রয়ের জন্য বিক্রেতার কাছ থেকে পণ্য ও পরিষেবা কর (GST) চালান তৈরি করতে নাগরিক ও ভোক্তাদের উৎসাহিত করা।
এই প্রকল্প সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমূহ-
- প্রাথমিকভাবে এই প্রকল্পটি লঞ্চ হয়েছে 3টি রাজ্যে (আসাম গুজরাট এবং হরিয়ানা) ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে (পুদুচেরি, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি)
- এই উদ্যোগটিতে মাসিক এবং ত্রৈমাসিক লাকি-ড্রের মাধ্যমে 10,000 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে
- লাকি ড্রয়ের জন্য নূন্যতম ক্রয় মূল্য ২০০ টাকা হতে হবে এবং এক ব্যক্তি এক মাসে শুধুমাত্র ২৫ টি চালান আপলোড করতে পারবে
4. যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ঘোষণা করেছেন আগামী এক বছরের মধ্যে দেশে এক হাজার ‘খেলো ইন্ডিয়া সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে।
- প্রত্যেকটি খেলোয়াড়কে তাদের কেন্দ্রের সরঞ্জাম সংগ্রহের জন্য ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে
- কেন্দ্রের পরিচালনার খরচা বাবদ প্রতিবছর আরো ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে
5. কেন্দ্রীয় সরকার ‘One Nation One Election’- এর জন্য একটি কমিটি গঠন করেছেন যাতে নেতৃত্ব দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
International News
6. যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য, অক্টোবরকে “হিন্দু ঐতিহ্য মাস” (Hindu Heritage Month) হিসেবে মনোনীত করার জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
State News
7. বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী, শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া উড়িষ্যায় উৎকেলা বিমানবন্দরের উদ্বোধন করলেন এবং এই বিমানবন্দরের সহিত ওড়িশ্যায় মোট পাঁচটি বিমানবন্দর থাকবে।
Bank & Business News
8. গ্লোবাল রেটিং এজেন্সি Moody’s তার গ্লোবাল ম্যাক্রো আউটলুকের তথ্য অনুযায়ী 2023 সালের জন্য ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস 5.5%থেকে বাড়িয়ে 6.7% করেছে।
9. Truecaller, Razorpay-এর সাথে অংশীদারত্ব করেছে তার 1-Tap, OTP ছাড়াই যাচাই পদ্ধতির সমাধানের মাধ্যমে ক্রেতাদের দ্রুত এবং নিরাপদ অনলাইন চেক আউট অভিজ্ঞতা প্রদান করার জন্য।
Appointment News
10. ভারতীয় বংশোদ্ভুত Tharman Shanmugaratnam, সিঙ্গাপুরের নবম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
11. আকাশবাণীর প্রধান ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন Dr. Vasudha Gupta।
Defense News
12. Project 17A-এর অধীনে সপ্তম নীলগিরি-ক্লাস স্টিলথ ফ্রিগেট INS Mahendragiri মুম্বাই, মহারাষ্ট্রের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে লঞ্চ হল।
Award News
13. তেলেঙ্গানার প্রথম মহিলা চিফ ইনোভেশন অফিসার (CIO) Shanta Thoutam-কে রাশিয়ার, মস্কোতে অনুষ্ঠিত প্রথম ব্রিকস উদ্ভাবন ফোরামে ‘ওয়ার্ল্ড ইনোভেশন এওয়ার্ড‘ দ্বারা সম্মানিত করা হলো।
- সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে তার অবদানের জন্য তাকে পুরস্কারটি দেওয়া হল
Sport News
14. Zurich Diamond League 2023-এ জ্যাভেলিন থ্রো’তে ভারতীয় নীরজ চোপড়া দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং প্রথম স্থান অধিকার করেছেন Jakub Vadlejch (Czech Republic)।
Important Days
15. শিক্ষামন্ত্রণালয় ১লা থেকে ৮ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত Literacy Week (সাক্ষরতা সপ্তাহ)-এর আয়োজন করেছে।
16. International Day of Charity প্রতিবছর ৫ ই সেপ্টেম্বর পালন করা হয় দারিদ্র দূরীকরণের লক্ষ্যে।
✅️আগের দিনের পোস্টটি পড়ুন…👉
1 thought on “6th September Top current affairs in bengali 2023||৬ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”