✔️আজকে আপনাদের জন্য রইল ৩রা এবং ৪ঠা সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. কেন্দ্রীয় মন্ত্রী Arjun Ram Meghwal, লঞ্চ করলেন ‘Tele-Law 2.0‘, আইনগত পরামর্শ দেওয়ার জন্য।
2. ভারতে নির্মিত বৃহত্তম পারমাণবিক প্ল্যান্ট 700 MW Kakrapar Atomic Power Project, গুজরাটে সর্বোচ্চ ক্ষমতায় তার কার্যক্রম শুরু করে দিয়েছে।
3. কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল, কোয়েম্বাটুরে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী RK Shanmugam Chetty-এর মূর্তি উদ্বোধন করলেন।
International News
4. ভারত ও আমেরিকা মিলে স্ট্রাটেজিক ক্লিন এনার্জি পার্টনারশিপ-এর অধীনে লঞ্চ করল RETAP (Renewable Energy Technology Action Platform)।
5. রাশিয়া তার প্রথম ইসলামিক ব্যাঙ্কিং পাইলট প্রোগ্রাম চালু করলো 1st সেপ্টেম্বর থেকে।
State News
6. জম্মু-কাশ্মীরের Bhaderwah Rajmash এবং Sulai Honey, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন(GI) ট্যাগ পেয়েছে।
7. কলকাতা মেট্রো, কম্পোজিট অ্যালুমিনিয়াম তৃতীয় রেল দিয়ে ইস্পাত তৃতীয় রেল প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে। এই প্রকল্পের সাথে কলকাতা মেট্রো লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ এবং ইস্তানবুল মেট্রোর এলিট ক্লাবের সদস্য হতে চলেছে।
8. রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট লঞ্চ করলেন- ‘মুখ্যমন্ত্রী নিঃশুল্ক অন্নপূর্ণা ফুড প্যাকেট স্কিম‘।
9. নাগাল্যান্ড উত্তর-পূর্ব অঞ্চলের প্রথম রাজ্য হয়ে উঠেছে যে আধার-লিঙ্কড বার্থ রেজিস্ট্রেশন (ALBR) সিস্টেম চালু করেছে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য।
Bank & Business News
10. বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় বিনিয়োগ তহবিল ‘The Ad Astra Fund‘ ভারতের শীর্ষস্থানীয় বিনিয়োগ উপদেষ্টা সংস্থা সাভারটের দ্বারা হায়দ্রাবাদ, তেলেঙ্গানায় চালু হয়েছে।
11. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লঞ্চ করল PNB GST Sahay App, মাইক্রো মিডিয়াম এবং স্মল ইন্ডাস্ট্রিস গুলিকে (MSMEs) GST চালানের উপর ভিত্তি করে ডিজিটালভাবে তাত্ক্ষণিক ঋণ প্রদান করার জন্য।
12. ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) লঞ্চ করল ব্লকচেইন ব্যাকড ওপেন সোর্স প্রজেক্ট- ‘Falcon‘।
Appointment News
13. রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন Jaya Verma Sinha।
14. Swaraj Tractors-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন মহেন্দ্র সিং ধোনি।
Books & Authors
15. কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ‘Let’s Move Forward‘ নামক একটি কমিক বুক প্রকাশ করলেন যেটি তৈরি করেছে NCERT এবং UNESCO।
Important Days
16. বিশ্ব সংস্কৃত দিবস 31 শে আগস্ট পালিত হলো।
✅️আগের পোস্টটি পড়ুন….👇
1 thought on “3rd & 4th September current affairs in bengali 2023||৩রা এবং ৪ঠা সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”