আজকে আপনাদের জন্য রইল ৩০শে আগস্ট ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. C-DOT (Centre for Development of Telematics) 40th প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, ‘TRINETRA‘ নামক একটি নিরাপত্তা ব্যবস্থা লঞ্চ করেছে যেটি 24×7 রিয়েল-টাইম সাইবার-নিরাপত্তা এবং সাইবার-হুমকির সনাক্তকরণে সাহায্য করবে।
2. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এবং All India Council for Technical Education (AICTE) একসাথে মিলে লঞ্চ করেছে, 6th edition of Smart India Hackathon (SIH) 2023।
3. ব্রহ্ম কুমারীর প্রাক্তন প্রধান Dadi Prakashmani-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাননীয় রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মু, তার স্মরণে একটি Postage stamp প্রকাশ করেছেন।
4. NPCI (National Payments Corporation of India) লঞ্চ করলো ‘UPI Chalega 3.0‘, UPI সম্পর্কে নিরাপত্তা সচেতনতা প্রচার করার জন্য।
State News
5. ঝাড়খন্ড সরকার এবং TCPL Green Energy Solutions Private Ltd (THESPL) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জামশেদপুরে ভারতের প্রথম ‘হাইড্রোজেন জ্বালানি প্রকল্প‘ (Hydrogen fuel project) তৈরি করার জন্য এবং এটি তৈরি করতে খরচা হবে আনুমানিক 350 কোটির বেশি।
6. আসাম সরকার, 2nd অক্টোবর 2023 থেকে 1000 মিলিলিটার ক্ষমতার নিচে প্লাস্টিকের জলের বোতল উত্পাদন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।
7. প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দ উদ্বোধন করলেন, ভারতের প্রথম AI school– তিরুবনন্তপুরম, কেরালাতে।
Bank & Business News
8. Airtel Payments Bank, Frontier Markets এবং Mastercard-এর সাথে অংশীদারত্ব করে লঞ্চ করল ‘She Leads Bharat: Udyam‘।
- এই উদ্যোগের প্রধান লক্ষ্য রাজস্থান এবং উত্তরপ্রদেশের 1 লক্ষ মহিলা মালিকানাধীন ছোট ব্যবসাকে উন্নত করা।
9. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মহারাষ্ট্রে অবস্থিত, Akola Merchant Co-operative Bank Limited এবং Jalgaon Peoples Co-operative Bank Limited-এর স্বেচ্ছায় একত্রীকরণ অনুমোদন করেছে।
10. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফলাইন ছোট মূল্য লেনদেনের ঊর্ধ্বসীমা 200 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করেছে।
Science & Tech
11. NASA এবং SpaceX লঞ্চ করলো International Crew-7 Astronaut Mission, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS)।
Award News
12. মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সম্প্রতি গ্রিসের রাষ্ট্রপতি Katerina N. Sakellaropoulou-এর দ্বারা ‘The Grand Cross of the Order of Honour‘ সম্মানে ভূষিত হলেন।
13. Shallu Jindal-কে, সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য CSR Times Lifetime Achievement Award 2023 দ্বারা সম্মানিত করা হলো।
Sport News
14. World Para Powerlifting Championship 2023 সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত হলো যেখানে ভারতের Honey Dabas এবং Rahul Jograliya সোনা এবং রুপোর পদক জিতে ইতিহাস রচনা করেছেন।
Important Days
15. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ শে আগস্ট, কে ‘National Space Day‘ হিসেবে ঘোষণা করেছেন কারণ এই দিনে চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে।
- প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, চন্দ্রযান-3 চাঁদের যে স্থানে ল্যান্ড করেছে সেই জায়গাটির নাম ‘শিবশক্তি পয়েন্ট’।
16. 29 আগস্ট, হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়।
✅️আগের দিনের পোস্টটি পড়ুন…👉
1 thought on “30th August current affairs in bengali 2023||৩০শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023”