29th August current affairs in bengali 2023|| ২৯শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
29 August current affairs in bengali 2023
29 August current affairs in bengali today

আজকে আপনাদের জন্য রইল ২৯শে আগস্ট ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. ভারতীয় সশস্ত্র বাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধির জন্য Defense Acquisition Council (DAC)– 7,800 কোটি টাকা অনুমোদন করেছে।

2. ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি Indian Immunologicals Limited আশা করছে, এটি ডেঙ্গু জ্বরের ভ্যাকসিন 2026 সালের শুরুর দিকে চালু করতে পারবে

State News

3. গুজরাটের দীনদয়াল পোর্ট অথরিটি এবং DP World (Dubai) একটি চুক্তি স্বাক্ষর করেছে, গুজরাটের Tuna-Tekra-তে Next-Gen Container terminal তৈরি করার জন্য, এটি তৈরি করতে খরচা হবে 4243.64 কোটি টাকা

4. কেন্দ্র সরকার লঞ্চ করেছে Tele-Law-2.O এবং Nyaya Bandhu App, নতুন দিল্লিতে ন্যায় বিচার সুনিশ্চিত করতে।

5. উত্তরপ্রদেশ সরকার লঞ্চ করেছে ‘Manav Sampada‘ নামক পোর্টাল যার উদ্দেশ্য হল উত্তরপ্রদেশ সরকারের 74 টি দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করা

6. উত্তরপ্রদেশ সরকার গোন্ডা জেলাতে Vantangiya Village প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চলেছে

Bank & Business News

7. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হায়দ্রাবাদে অবস্থিত, Twin Cities Co-operative Urban Bank এবং Kranti Co-operative Urban Bank-এর একত্রীকরণ অনুমোদন করেছে

8. Muthoot FinCorp Ltd লঞ্চ করল “Muthoot FinCorp ONE” একটি নতুন ধরনের উদ্বাবনী যেখানে সকল রকমের আর্থিক প্রোডাক্টস একই প্লাটফর্মে উপলব্ধ হবে।

Defense News

9. ‘মালাবার-2023‘ এর ২৭ তম সংস্করণ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশগ্রহণ করেছে ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়া

  • Malabar-2022 হোস্ট করেছিল জাপান।

Summits

10. B20 Summit India 2023 নতুন দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

Theme: B20 India R.A.I.S.E: Responsible, Accelerated, Innovative, Sustainable, Equitable Businesses

Awards in News

11. 69th National Film Award সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে, এই অনুষ্ঠানের উলেখযোগ্য পুরস্কার প্রাপকরা হলেন –

  • Best Feature Film: Rocketry
  • Best Director: Nikhil Mahajan, Godavari
  • Best Popular Film Providing Wholesome Entertainment : RRR
  • Nargis Dutt Award for Best Film on National Integration : The Kashmir Files
  • Best Actor : Allu Arjun, Pushpa
  • Best Actress : Alia Bhatt,Gangubai Kathiawadi
  • Best Child Artist : Bhavin Rabari , Chhello Show
  • Best Supporting Actor : Pankaj Tripathi, Mimi
  • Best Supporting Actress : Pallavi Joshi, The Kashmir Files
  • Best Hindi Film : Sardar Udham
  • Best Children’s Film : Gandhi and Co

12. Infosys-এর ডিজিটাল ইনোভেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন টেনিস আইকন Rafael Nadal

Sport News

13. United World Wrestling (UWW) সম্প্রতি Wrestling Federation of India-এর সদস্যপদ বাতিল করেছে সংগঠনে নির্বাচন না হওয়ায়

Important Days

14. আন্তর্জাতিক লটারি দিবস প্রতিবছর 27 আগস্ট পালিত হয়

Theme: “The Power of Dreams“।

✅️আগের পোস্টটি পড়ুন….👇👇

👉 27th & 28th August current affairs in bengali 2023
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “29th August current affairs in bengali 2023|| ২৯শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment