1st September current affairs in bengali 2023||১লা সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
1st september current affairs in bengali 2023
১লা সেপ্টেম্বর আজকের কারেন্ট অ্যাফেয়ার্স

আজকে আপনাদের জন্য রইলো ১লা সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গাদকারী লঞ্চ করলেন, বিশ্বের প্রথম Toyota-এর ইনোভা হাইক্রস গাড়ির 100% ইথানল-জ্বালানিযুক্ত ভেরিয়েন্টBS-VI (স্টেজ-II) বৈদ্যুতিক ফ্লেক্স-ফুয়েল গাড়িটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কার্বন নিঃসরণ কমানোর উদ্দেশ্যে বানানো হয়েছে।

2. প্রধানমন্ত্রী জনধন যোজনার সফল বাস্তবায়নের 9 বছর পূর্ণ হয়েছে, ২৮শে আগস্ট ২০১৪ সাল থেকে যোজনা চালু করা হয়।

International News

3. ইসরায়েলের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহের সম্পদ হল-ORON এয়ারক্রাফ্ট, বিমানটি তার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলকে আরো উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

4. ভারত, নিউজিল্যান্ডের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে- বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করার জন্য

State News

5. গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের জন্য একটি অনলাইন প্লাটফর্ম PRAISA (Panchayati Raj Accounting Information on System Automation) চালু করলেন।

6. দিল্লি সরকার, একটি পোর্টাল (evanlekh.eforest.delhi.gov.in) চালু করেছে, বনের জীবন ও বন্যপ্রাণীর অভয়ারণ্য রক্ষার ক্ষেত্রে নাগরিকদের ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য

7. আসামেরচকুওয়া চাল‘, যা “ম্যাজিক রাইস” নামেও পরিচিত, সম্প্রতি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) ট্যাগ পেয়েছে, তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য এবং ঐতিহ্যের জন্য।

8. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, Fourth Partner Energy (4PEL) Private Limited-এর সাথে 1.2 বিলিয়নের একটি চুক্তি স্বাক্ষর করেছে তামিলনাড়ুতে একটি সোলার পাওয়ার প্লান্ট তৈরি করার জন্য

Bank & Business News

9. অ্যাক্সিস ব্যাঙ্ক, লঞ্চ করল প্রথম ফিক্সড ফি-ভিত্তিক সেভিংস অ্যাকাউন্ট- “Infinity Savings Account“, যেটা ওপেন করতে গেলে KYC পদ্ধতি ভিডিও কলিং এর মাধ্যমে হবে।

10. রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড, সম্প্রতি লঞ্চ করল “JioAirFiber” যা ব্যবহার করার ক্ষেত্রে কোনরকম তারের প্রয়োজন হবে না।

Appointment News

11. ফিন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিল (FIDC)- এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন শ্রীরাম ফাইন্যান্স লিমিটেডের Umesh Revankar

12. Indian Oil-এর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে সঞ্জীব কাপুরকে নিয়োগ করা হলো।

Science & Tech

13. চন্দ্রযান-3 এর অসাধারণ সাফল্যের পর, ISRO (Indian Space Research Organisation) “Aditya L1 মিশন” নামক একটি মহাকাশযান 2nd সেপ্টেম্বর সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য পাঠাবে

14. ISRO, সমুদ্র অভিযানের সময় জেলেদের নিরাপত্তা বাড়ানোর জন্য ‘Nabhmitra’ নামক একটি ডিভাইস তৈরি করেছে।

Books & Authors

15. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার উপর ভিত্তি করে একটি নতুন বই প্রকাশিত হয়েছে যার নাম “Sabka Sath, Sabka Vikas, Sabka Vishwas”

Sport News

16. Formula1 Dutch Grand Prix 2023, সম্প্রতি নেদারল্যান্ডস-এর আমস্টারডামে অনুষ্ঠিত হয়েছে- যেখানে Max Verstappen, F1 Dutch GP টাইটেলটি জিতলেন।

✅️আগের কুইজে যোগ দিন …👉

“31st August current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “1st September current affairs in bengali 2023||১লা সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment