আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ২৩শে সেপ্টেম্বর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. কেন্দ্র সরকার লঞ্চ করল WINDS Manual, এই ‘D’-এর পুরো কথা কি?
(A) Digital
(B) Data
(C) Development
(D) Department
View Answer2. Penguin Random House-এর CEO কে হলেন?
(A) Dhananjay Joshi
(B) Srinivasan K. Swamy
(C) Nihar Malviya
(D) Mylswamy Annadurai
View Answer3. World Spice Congress সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো?
(A) পুনে
(B) আমেদাবাদ
(C) জয়পুর
(D) মুম্বাই
View Answer4. Dr RML হাসপাতালে সম্প্রতি কাদের জন্য ভারতের প্রথম OPD খোলা হলো?
(A) ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য
(B) পশুপাখিদের জন্য
(C) অনাথ শিশুদের জন্য
(D) বৃদ্ধাশ্রমে বসবাসকারী বয়স্কদের জন্য
View Answer5. World Bank Group এবং UNICEF-এর report অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত শতাংশ শিশু চরম দরিদ্র সীমার নিচে বসবাসকারী?
(A) 11.5%
(B) 12.5%
(C) 18%
(D) 11.7%
View Answer6. IREDA সম্প্রতি ভারতের কোন ব্যাংকের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নবায়নযোগ্য শক্তি প্রকল্প প্রচারের ক্ষেত্রে সহজে ঋণ প্রদান করার জন্য?
(A) Andhra Bank
(B) Bank of Maharashtra
(C) Punjab National Bank
(D) Indian Overseas Bank
View Answer7. UN WFP, ভারতে খাদ্য নিরাপত্তা এবং জীবিকা নির্বাহ ব্যবস্থাকে উন্নত করার জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
(A) IIT-Madras
(B) IIT-Roorkee
(C) IIT-Bombay
(D) IIT-Kanpur
View Answer8. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘প্রলয়’ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে, এর রেঞ্জ কত?
(A) 140 থেকে 450 কিলোমিটার
(B) 170 থেকে 500 কিলোমিটার
(C) 200 থেকে 500 কিলোমিটার
(D) 150 থেকে 500 কিলোমিটার
View Answer9. মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা সম্প্রতি কোন রাজ্যে চালু করল?
(A) গুজরাট
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কেরালা
(D) অরুণাচলপ্রদেশ
View Answer10. আন্তর্জাতিক শান্তি দিবস সম্প্রতি কত তারিখে পালন করা হলো?
(A) 22 সেপ্টেম্বর
(B) 18 সেপ্টেম্বর
(C) 21 সেপ্টেম্বর
(D) 19 সেপ্টেম্বর
View Answer11. প্রখ্যাত___________গীতা মেহতা প্রয়াত হলেন।
(A) নাট্যকার
(B) অংক বিশারদ
(C) লেখক ও নির্মাতা
(D) চিত্র পরিচালক
View Answer12. সম্প্রতি 600টি Anti-tank Mines Indian Army-কে প্রদান করা হলো, এর কি নাম রাখা হয়েছে?
(A) Praloy
(B) Vibhav
(C) Rudra
(D) Vagir
View Answer✅️ আগের কুইজে যোগ দিন….
1 thought on “23rd September Current affairs Quiz in bengali 2023|| ২৩শে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”