23rd September current affairs in bengali 2023|| ২৩শে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
23rd September Current Affairs in bengali
২৩শে সেপ্টেম্বর ২০২৩ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

আজকে আপনাদের জন্য রইলো ২৩শে সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. UN WFP (United Nations World Food Programme) এবং IIT Bombay একটি চুক্তি স্বাক্ষর করেছে, ভারতে খাদ্য নিরাপত্তা পুষ্টি জলবায়ু স্থিতিস্থাপকতা এবং জীবিকা ব্যবস্থাকে উন্নত করার জন্য

2. কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ‘Udaan Bhawan’ এবং ‘E-wallet’-এর উদ্বোধন করলেন দিল্লিতে

3. কেন্দ্র সরকার লঞ্চ করল Kisan Rin Portal, WINDS (Weather Network Data Systems) Manual এবং Door to Door KCC অভিযান।

  • Kisan Rin Portal: এর মূল উদ্দেশ্য হলো KCC প্রকল্পের অধীনে কৃষকদের ভর্তুকিযুক্ত ঋণ প্রদান করা (1998-এ KCC প্রকল্পের সূত্রপাত হয়)।
  • WINDS Manual: এর মূল লক্ষ্য হল কৃষকদের আবহাওয়া সংক্রান্ত আগাম তথ্য প্রদান করা যাতে কৃষি ক্ষেত্রে কৃষকরা আবহাওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে।
  • Door to Door KCC: এর মূল লক্ষ্য হলো প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের 1.5 কোটি সুবিধাভোগী মানুষদের KCC প্রকল্পের সাথে সংযুক্ত করা।

4. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে Dr RML হাসপাতালে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটির উদ্দেশ্যে OPD (Out Patient Department) খোলা হলো।

State News

5. অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু চালু করলেন মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা

Bank & Business News

6. IREDA (Indian Renewable Energy Development Agency) এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (BoM) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, ভারতের নবায়নযোগ্য শক্তি প্রকল্প প্রচারের জন্য সহ-ঋণ প্রদান এবং ঋণ সিন্ডিকেশন সহজতর করার জন্য

7. SBI, অনাবাসিক বহিরাগতদের জন্য চালু করলো SBI মোবাইল অ্যাপ YONO-এর মাধ্যমে ডিজিটাল ভাবে NRE (Non-Residential External) এবং NRO (Non-Resident Ordinary) Account খুলতে সাহায্য করা।

Appointment News

8. Penguin Random House-এর CEO হিসেবে নিযুক্ত হলেন Nihar Malviya

9. RBI, HDFC ব্যাংকে শশীধর জগদিশানের MD and CEO হিসেবে পুনর্নিয়োগ অনুমোদন করেছে 3 বছরের জন্য

Ranks & Reports

10. World Bank Group এবং UNICEF-এর রিপোর্ট “Global Trends in Child Monetary Poverty According to International Poverty Linesঅনুযায়ী 2022-এ বিশ্বের মোট চরম দরিদ্র জনসংখ্যার 52.5% শুধুমাত্র শিশু এবং ভারতের মোট চরম দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের মধ্যে 11.5% (52 million) শিশু।

Defense News

11. ভারত, 600টি স্বদেশী ভাবে তৈরি Anti-tank Mines ভারতীয় সেনাবাহিনীকে প্রদান করলো যার নাম রাখা হয়েছে ‘ Vibhav‘।

12. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতীয় সেনাবাহিনীর জন্য ‘প্রলয়‘ (surface-to-surface) নামক কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রয় করার অনুমোদন দিয়েছে, যার রেঞ্জ 150 থেকে 500 কিলোমিটার

Summits

13. World Spice Congress (WSC)-এর 14 তম সংস্করণ সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হলো

Theme: “VISION 2030: S-P-I-C-E-S

Obituary

14. একজন প্রখ্যাত ভারতীয়-আমেরিকান লেখক ও নির্মাতা গীতা মেহতা, প্রয়াত হলেন।

15. তামিলনাড়ুর প্রখ্যাত বাঁশিবাদক এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত Sikkil Natesan Neela সম্প্রতি প্রয়াত হয়েছেন।

Important Days

16. International Week of Deaf People, 18 থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হবে।

Theme: “A World Where Deaf People Everywhere Can Sign Anywhere!”.

17. আন্তর্জাতিক শান্তি দিবস প্রতিবছর 21st সেপ্টেম্বর পালন করা হয়।

Theme: “Actions for Peace: Our Ambition for the #GlobalGoals“.

✅️ আগের পোস্টটি পড়ুন…

🔥 “22nd September current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “23rd September current affairs in bengali 2023|| ২৩শে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment