12th July current affairs in bengali 2023||১২ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
12th July current affairs in bengali 2023
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ১২ই জুলাই ২০২৩

National News

1. ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের National water Mission, চুক্তি স্বাক্ষর করেছে Indian Plumbing Association (IPA)-এর সাথে ভারতের জল ব্যবহারের দক্ষতাকে উন্নত করার জন্য।

2. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে Cadet-দের জন্য একটি Window interactive software launch করেছেন যার নাম National Cadet Corps (NCC) Integrated Software (NIS)

এই সময়ে NCC চুক্তি স্বাক্ষর করেছে State Bank of India-এর সাথে সকল Cadet-দের Zero Balance Account খুলে দেওয়ার জন্য।

3. Ministry of Education একটি Report release করেছে যার নাম– ‘Performance Grading Index (PGI):2.O: 2021-22: States & Union Territories

International news

4. নেদারল্যান্ড সরকার Classroom থেকে Mobile Phones Tablets এবং Smartwatches পুরোপুরি Ban করার সিদ্ধান্ত নিয়েছে ।

5. China তার প্রথম Open Source Computer Operating System- ‘Openkylin’ launch করেছে।

Bank & Business News

6. Piramal Housing Finance Company খুলেছে তার প্রথম All-women branch যার নাম ‘Maitreyi‘-Tripunithura, Kochi, Kerala তে।

আরো পড়ুন…..

》11th July current affairs in bengali 2023

》10th July current affairs in bengali 2023

》8th & 9th July current affairs in bengali 2023

Summits

7. 3rd World Hindu Conference (WHC) অনুষ্ঠিত হতে চলেছে Bangkok-এ প্রথম WHC অনুষ্ঠিত হয়েছিল Delhi-তে 2014 সালে।

WHC-2023 Theme-“Jayasya Aayatnam Dharmah” -অর্থাৎ ধর্ম ও বিজয়ের আবাস।

Defense News

8. IMO(International Maritime Organization) 2050 সালকে “flexiblenet zero target for the Global Shipping Industry হিসেবে বেছে নিয়েছে।

9. India এবং USA (United States of America) অবৈধ মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য একসাথে ‘Operation Broader Sword’ পরিচালনা করেছে।

Appointment News

10. C-DoT (Centre for Development of Telematics) এর CEO, রাজকুমার উপাধ্যায়ের কার্যকালের মেয়াদ আরো দু’বছর বাড়ানো হয়েছে

11.IFSCA( International Financial Services Centres Authority) এর নতুন চেয়ারম্যান হতে চলেছেন Injeti Srinivas

Science & Tech News

12.সাম্প্রতিক SpaceX, মঙ্গোলিয়া সরকারের কাছ থেকে License পেয়েছে-high-speed internet পরিষেবা Starlink Satellite এর মাধ্যমে প্রদান করার জন্য।

Awards in News

13. Coal India Limited, একটি মহারত্ন কোম্পানি সাম্প্রতিক ‘The Rising Star Award’ পেয়েছে GeM(Government e-Marketplace) এর দ্বারা ।

14. ‘World’s Digital Insurence Awards-এ Bajaj Allianz Life Insurance- Insurer Innovation Award 2023 পেয়েছে পুরো Asia Pacific (APAC)region এ।

Books & Author

15. সাম্প্রতিক “Colours of Devotion” নামক বইটি প্রকাশ পেয়েছে, যেটি লিখেছেন Anita Bharat Shah

Sports News

16. Yonex Canada Open 2023-এ ভারতীয় Badminton Player Lakshya Sen, Men’s Singles title জিতেছে।

17. Red Bull driver Max Verstappen, F1 Aramco British Grand Prix 2023-Title জিতেছে।

Obitury

18. K M Vasudevan Namboothiri (Kerala), যিনি ভারতের অন্যতম প্রসিদ্ধ শিল্পী ছিলেন, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন।

Important Days

19. National Fish Farmers Day 2023, 10 July পালন করা হয় ।

20. প্রতি বছর 12 July, Malala Day হিসেবে পালন করা হয়।

Thank you for being with us….Please share with your friends

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “12th July current affairs in bengali 2023||১২ই জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”

Leave a comment