Daily current affairs in bengali– কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত রকমের প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষা যেমন Public Service Comission, IBPS, SBI, RBI, IBPS RRB, WBCS, WBP Constable, WBP SI, SSC, RAIL, LIC ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ধরণের Competitive exam এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি অপরিহার্য বিষয়। আমাদের ওয়েবসাইট এ প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান করা হয় সেগুলো বিভিন্ন ধরনের Newspaper যেমন The Hindu, Indian Express, Times of India, Business Standard এবং বিভিন্ন ধরণের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া হয়।
আমাদের উদ্দেশ্য হলো প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন ধরণের Source থেকে সংগ্রহ করে আপনাদের সামনে সুন্দর ভাবে উপস্থাপনা করা যাতে আপনারা সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এক জায়গাতে পেয়ে যান এবং আপনাদের সময় বাঁচে। তাই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে follow করুন আমাদের gkguide.in ওয়েবসাইট।
Todays current affairs in bengali:
চলুন তাহলে দেখে নেওয়া যাক 7th July 2023 এর গুরুত্তপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি-
National News
1. Department of Telecommunication (DoT) একটি ‘5G & Beyond Hackathon 2023’-এর পরিচালনা করেছে যার উদ্দেশ্য হল 5G Products এবং তার Solution কে প্রদর্শন করা।
》এর জন্য Top 100 startup কে 100 lakh-এর একটি পুরস্কার প্রদান করা হবে।
2. India এবং Japan তাদের Partnership-কে আরো দৃঢ় করেছে একটি চুক্তির সাথে, যেটা- ‘India Stealthy UNICORN NORA-50′ (Integrated Mast United Combined Ratio Antenna) নামে পরিচিত।
3. IIT-Kanpur, ভারতের প্রথম DME-Fuelled Tractor/Vehicle তৈরি করেছে যেটা 100% Dimethyl Ether (DME)-তে চলবে।
》এর জন্য SERB (Science and Engineering Research Board) এবং NITI Aayog-এর ‘Methanol Economy’ partnership করেছে।
4. ভারতের প্রথম স্বয়ংক্রিয় Navigation facility “TiHAN”, IIT-Hyderabad-এ launch হয়েছে।
5. নতুন দিল্লির Talkatora Stadum-এ ‘HariyaliMahotsav’-অনুষ্ঠিত হতে চলেছে-Ministry of Environment-এর দ্বারা।
State News
6. মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, স্থানীয় যুবক/যুবতীদের জন্য ‘Mukhyamantri Sikho Kamao Yojana (MMSKY)’ চালু করেছেন।
7. Union Minister of Ports, Shipping & Waterways, Sarbananda Sonowal, Assam-এর Bogibeel, Dibrugarh-এ ব্রহ্মপুত্র নদীর তীরে একটি Inland Waterways transport terminal-এর উদ্বোধন করেছেন।
Banking News
8. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের প্রথম ব্যাংক যেটি Mahila Samman Savings Certificate Scheme (MSSC) 2023, চালু করেছে।
9. Airtel Payments Bank এবং Park+, partnership করেছে, উত্তর প্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্টে FASTag-based smart parking solution প্রদান করার জন্য।
10. ‘Propelled‘ নামক একটি Education Financing startup, RBI-এর থেকে NBFC License পেয়েছে।
Appointment News
11. B. Neeraja Prabhakar, Research Advisory Committee of ICAR (Indian Council for Agricultural Research)-এর Chairperson হয়েছেন।
12. NATO (North Atlantic Treaty Organization), Jens Stoltenberg-এর কর্মকালের মেয়াদ 1st October, 2024 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
Science &Tech News
13. ‘Elena Geo Systems’ এবং ‘Optimus Logis’– ব্যাঙ্গালোরে অবস্থিত এই দুটি কোম্পানি মিলে ভারতের প্রথম NavlC-Based PNT(Positioning, Navigation and Timing) device তৈরি করেছে যেটা Satellite Communication-এর মাধ্যমে চলবে।
Award News
14. GAIL (Gas Authority of India Limited), AEO( Authorised Economic Operator) T3– এর স্বীকৃতি পেয়েছে।
Ranking News
15. Arista Network-এর CEO Indian-American Jayshree Ullal, Forbes list of America’s Richest self-made women-8th rank করেছে।
Sport News
16. SAFF (South Asian Football Federation) Championship, যেটা বেঙ্গালরের Kanteerava Stadium-এ হয়েছিল সেখানে ভারতের Men’s Football team, কুয়েত কে হারিয়েছে।
17. Global Chess League-এ, Triveni Continental Kings, Mumbai Masters-কে হারিয়েছে।
Important Days
18. 6 July, World Zoonoses Day হিসাবে পালন করা হয়।
》এ বছরের theme ছিল- “One World, One Health: Prevent Zoonoses, Stop the Spread”।
Thank you for being with us….Please share with your friends
1 thought on “7th July current affairs in bengali 2023|| 7 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”