6th July Current affairs Quiz in bengali 2023| কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্ন উত্তর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
current affairs quiz in bengali 6 July 2023
6 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ

বর্তমানে যেকোনো সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সবাই জানেন, তাই প্রথম দিন থেকেই অন্যান্য বিষয়ের মতো Bengali current affairs নিয়মিত পড়ুন এবং আপনারা সাম্প্রতিককালের ঘটনাবলী সম্পর্কে কতটা অবগত বা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আপনারা কতখানি মনে রাখতে পারছেন সেটা যাচাই করার জন্য আমাদের ওয়েবসাইট এ প্রদান করা কুইজ এ অংশগ্রহণ করুন।

আপনারা যাতে কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে মনে রাখতে পারেন সে কারণে আপনাদের সুবিধার্থে কুইজ এর ব্যাবস্থাপনা করা হয়েছে, আশা করছি আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সাহায্য করবে।

6 July Current affairs Quiz in bengali 2023:

তো চলুন আপনাদের জন্য রইলো 6th July 2023 – এর কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ

1. Women and Child Development Smriti Irani, যৌন নির্যাতনের শিকার গর্ভবতী নাবালিকাদের জন্য একটি নতুন Scheme চালু করেছেন কোন fund এর অধীনে?

2. Union Minister Sarbananda Sonowal ভারতের বিখ্যাত 75 টি Lighthouses কে পর্যটন গন্তব্যে পরিণত করার জন্য Campaign চালিয়েছেন________________।

3. RAKEZ (Ras Al Khaimah Economic Zone) কোন Govt. Body-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে India এবং United Arab Emirates-এর মধ্যে খাদ্য ও কৃষি খাতের উন্নতি করার জন্য?

4. সাম্প্রতিক কোন দেশের Port Department ভারতের সাথে একটি ‘Billateral Tracked Packet Agreement’ sign করেছে International Tracked Packet Service (ITPS) চালু করেছে ?

5. সাম্প্রতিক 2023 list of 'Great Immigration' এর তালিকায় নিম্নলিখিত কার নাম প্রকাশ পেয়েছে ?

6. সাম্প্রতিক the Additional Secretary of Department of Military Affairs নিযুক্ত হয়েছেন কে ?

7. Ministry of Rural Development, recently মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য একটি mobile App launch করেছে, app-টির নাম হলো______________

8. মার্চ 2023 পর্যন্ত কোন রাজ্য ভারতে সবচেয়ে বেশি ক্ষুদ্র ঋণ গ্রহণকারী রাজ্যে পরিণত হয়েছে?

9. সাম্প্রতিক কোন ব্যাঙ্ক 'RuPay Select Debit' launch করেছে ?

10. Recently, Piramal Finance সর্ব-মহিলা শাখা “Maitreyi” উদ্ভোদন করেছে কোথায় ?

11. Google-এর India Policy head কে হয়েছেন ?

12. G20 RIIG Summit, Research Minister’s Meeting’ কে host করতে চলেছে ?

Thank you for appearing the exam….All the best

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a comment