16th September current affairs in bengali 2023|| ১৬ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
16th September current affairs in bengali
১৬ই সেপ্টেম্বর ২০২৩ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

আজকে আপনাদের জন্য রইলো ১৬ই সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, তার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (NCS) পোর্টালের সাথে একীভূত করার জন্য বিভিন্ন চাকরির পোর্টাল, নিয়োগকর্তা এবং দক্ষতা প্রদানকারীদের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে

2. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উদ্বোধন করলেন বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা নির্মিত 90টি পরিকাঠামোগত প্রকল্প জম্মু-কাশ্মীরের বিষ্ণা-কৌলপুর-ফুলপুর রোডের দেবক ব্রিজে।

  • অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি এই প্রকল্প গুলির জন্য Border Road Organisation (BRO)-এর মোট খরচ হয়েছে 2941 টাকা।

3. Air India লঞ্চ করল ‘Project Abhinandan‘ যাত্রীদের যাত্রাকালীন অভিজ্ঞতা আরো উন্নত করার জন্য।

International News

4. Cold War-এর পর NATO (North Atlantic Treaty Organization)-এর বৃহত্তম সামরিক মহড়া: “Steadfast Defender”।

5. বাংলাদেশের বৃহত্তম রপ্তানিকারক অংশীদার হয়ে উঠেছে ভারত

State News

6. “Mission Intensified IndraDhanush” 5.0 সম্প্রতি মোহালি, পাঞ্জাবে লঞ্চ করা হলো।

Bank & Business News

7. Mastercard, Invest India এবং পর্যটন মন্ত্রণালয়ের সহায়তায় Priceless.com চালু করেছে ভারতের ইতিহাস এবং সংস্কৃতিকে অন্বেষণ করার জন্য

8. NABARD, UNDP-এর সাথে পাঁচ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে কৃষিতে ডাটা-চালিত উদ্ভাবনের উন্নতির জন্য

9. GQG Partners, IDFC First Bank-এর 5.07 কোটি টাকার ইক্যুইটি শেয়ার অর্জন করেছে।

Summits

10. 12th Round of Ministerial India-UK Economic and Financial Dialogue (EFD) সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।

  • 2024 সালে India-UK EFD, UK-তে অনুষ্ঠিত হবে।

Appointment News

11. হরিয়ানা সরকার, অভিনেত্রী Mita Vashisth-কে Entertainment Policy Council-এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছে

Awards

12. ‘Safety Innovation Award 2023‘ জিতল RITES Limited

13. ”Dr AM Gokhale Award” পুরস্কার দ্বারা চক্ষুবিদ্যার জন্য Brig Sanjay Kumar Mishra-কে সম্মানিত করা হলো।

Important Days

14. হিন্দি দিবস, 14 সেপ্টেম্বর পালন করা হলো।

15. Engineers Day, প্রতি বছর ভারতে 15 সেপ্টেম্বর পালিত হয়।

✅️ আগের পোস্টটি পড়ুন….

🔥 “15th September current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “16th September current affairs in bengali 2023|| ১৬ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment