আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ১০ই এবং ১১ই সেপ্টেম্বর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. প্যাসেজ এক্সারসাইজ, ভারত এবং কোন দেশের মধ্যে সম্পন্ন হল?
(A) থাইল্যান্ড
(B) মঙ্গোলিয়া
(C) শ্রীলংকা
(D) ইন্দোনেশিয়া
View Answer2. এশিয়ার সবচেয়ে বৃহত্তম District Cooling System (DCS) কোথায় তৈরি হতে চলেছে?
(A) মহারাষ্ট্র
(B) কেরালা
(C) তেলেঙ্গানা
(D) তামিলনাড়ু
View Answer3. কেন্দ্রীয় মন্ত্রিসভা, ₹3,760 কোটি টাকার Fund দিতে চলেছে Viability Gap Funding প্রকল্পের জন্য, যেটা মোট খরচের কত শতাংশ?
(A) 40%
(B) 60%
(C) 75%
(D) 55%
View Answer4. KredX সম্প্রতি কোন কোম্পানির সাথে অংশীদারত্ব করেছে Business-to- Business (B2B) ডিজিটাল পেমেন্ট রিওয়ার্ডের জন্য?
(A) Capital One
(B) Mastercard
(C) Visa
(D) Paytm
View Answer5. Fire on the Ganges: Life Among the Dead in Banaras বইটির লেখক কে?
(A) Satish Chandra
(B) Kasturi Ray
(C) Amrit Mathur
(D) Radhika Iyengar
View Answer6. পার্টিকুলেট ম্যাটারের জন্য Emission Trading Scheme প্রয়োগকারি দ্বিতীয় শহর হল গুজরাটের আমেদাবাদ, প্রথম শহর কোনটি?
(A) রাজকোট
(B) গান্ধীনগর
(C) সুরাট
(D) পাঠানকোট
View Answer7. 9th G20 Coordination Committee meeting-এ সভাপতিত্ব করলেন কে?
(A) ওম বিড়লা
(B) প্রমোদ কুমার মিশ্রা
(C) অমিত শাহ
(D) নরেন্দ্র মোদি
View Answer8. ভারত G20-এর জন্য প্রথম অ্যাপ লঞ্চ করল যার নাম___________।
(A) G20 India
(B) India G20
(C) G20 for India
(D) Indian G20
View Answer9. Department of Telecommunications-এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন?
(A) Neeraj Mittal
(B) Lokesh Suji
(C) Rajesh Nambiar
(D) Umesh Revankar
View Answer10. ভারতের প্রথম 500 Kilo-Volt-Amperes আন্ডারগ্রাউন্ড পাওয়ার ট্রান্সফর্মার স্টেশন কর্ণাটকের কোথায় উদ্বোধন করা হলো?
(A) Mangaluru
(B) Bagalkote
(C) Bengaluru
(D) Chitradurga
View Answer11. বিশ্ব শারীরিক থেরাপি দিবস কত তারিখে পালন করা হলো?
(A) 6 সেপ্টেম্বর
(B) 9 সেপ্টেম্বর
(C) 7 সেপ্টেম্বর
(D) 8 সেপ্টেম্বর
View Answer12. ‘মুখ্যমন্ত্রী রাজ্য সামাজিক সুরক্ষা পেনশন যোজনা’-এর আওতায় সম্প্রতি ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হলো, এটি কোন রাজ্যের প্রকল্প?
(A) আসাম
(B) ত্রিপুরা
(C) মহারাষ্ট্র
(D) ঝাড়খন্ড
View Answer✅️আগের কুইজে যোগ দিন……
1 thought on “10th & 11th September Current affairs Quiz in bengali 2023|| ১০ই এবং ১১ই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”