আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ২৭ এবং ২৮শে আগস্ট ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।
1. সিঙ্গাপুরের BOC Aviation Limited ভারতের কোন এয়ারলাইন্স কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে “10টি Airbus A320NEO”-এর জন্য?
(A) Vistara
(B) IndiGo
(C) Jet Airways
(D) SpiceJet
View Answer2. কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং DRDO- এর জন্য একটি 9 টি সদস্যের কমিটি গঠন করেছেন, এই কমিটিতে নেতৃত্ব করবেন কে?
(A) Dr Y Sreenivas Rao
(B) Dr Samir V Kamat
(C) Dr Upendra Kumar Singh
(D) Prof K Vijay Raghavan
View Answer3. OneElectric মোটরসাইকেল কোন দেশে স্থানীয়ভাবে “KRIDN” মোটরসাইকেল তৈরির কাজ শুরু করে দিয়েছে?
(A) দুবাই
(B) জাপান
(C) আফ্রিকা
(D) শ্রীলংকা
View Answer4. CPCD এর “Swachh Vayu Survekshan-2023” অনুযায়ী air quality’এর উপর ভিত্তি করে কোন শহর প্রথম স্থান অধিকার করেছে?
(A) ভোপাল
(B) ইন্দোর
(C) আগ্রা
(D) থানে
View Answer5. 1st জানুয়ারি 2024 থেকে BRICS-এ 6টি নতুন দেশ সদস্য হিসেবে যুক্ত হতে চলেছে, নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশ এই 6টি সদস্য দেশের মধ্যে অন্তর্ভুক্ত?
(A) জিম্বাবোয়ে
(B) কাতার
(C) জাপান
(D) আর্জেন্টিনা
View Answer6. ভারতের প্রথম Biodiversity Village “Atlas” কোথায় জারি করা হলো?
(A) Anjuna
(B) Mayem
(C) Bicholim
(D) Margao
View Answer7. ভারতের প্রথম Ayushman Bharat Digital Mission Microsite লঞ্চ করা হলো কোন রাজ্যে?
(A) মিজোরাম
(B) মনিপুর
(C) মেঘালয়
(D) কর্ণাটক
View Answer8. ICC Men’s Cricket WorldCup 2023-এর জন্য, ICC সম্প্রতি কোন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে?
(A) Capital One
(B) Visa
(C) Mastercard
(D) PhonePe
View Answer9. Election Commission of India (ECI) এর ‘National Icon‘ হিসেবে সম্প্রতি কার নাম ঘোষণা করা হলো?
(A) মহেন্দ্র সিং ধোনি
(B) শচীন তেন্ডুলকর
(C) রাহুল দ্রাবিড়
(D) বিরাট কোহলি
View Answer10. “Mohojer-10“ নামক অ্যাটাক ড্রোনের উদ্বোধন করল সম্প্রতি কোন দেশ?
(A) ইরান
(B) পাকিস্তান
(C) আফগানিস্তান
(D) ইরাক
View Answer11. খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ-এর নাম সরকারিভাবে বদলে ASMITA Women’s League রাখা হয়েছে, এই ‘M’ অক্ষরের অর্থ কি?
(A) Manifest
(B) Milestone
(C) Matured
(D) Mindset
View Answer12. When Parallel Lines Meet বইটির লেখক হলেন____________।
(A) K Natwar Singh
(B) Amish Tripathi
(C) PS Sreedharan
(D) Shashi Tharoor
View Answer13. আন্তর্জাতিক কুকুর দিবস কত তারিখে পালিত হলো?
(A) 26 আগস্ট
(B) 28 আগস্ট
(C) 24 আগস্ট
(D) 27 আগস্ট
View Answer✅️আগের দিনের কুইজে যোগ দিন…..👇
1 thought on “27th & 28th August Current affairs Quiz in bengali 2023|| ২৭ এবং ২৮শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর”