27th & 28th August current affairs in bengali 2023||২৭ এবং ২৮শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
27 & 28 August current affairs in bengali version 2023
27 & 28 August current affairs in bengali 2023

আজকে আপনাদের জন্য রইল ২৭ এবং ২৮শে আগস্ট ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. সিঙ্গাপুরের BOC Aviation Limited এবং ভারতের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো, “10টি Airbus A320NEO” বিমানের জন্য একটি অর্থনৈতিক লেনদেনে যুক্ত হয়েছে।

2. কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 9টি বিশেষজ্ঞ সদস্যের একটি কমিটি গঠন করেছেন, Defence Research and Development Organization (DRDO)-র মধ্যে বিভিন্ন বিভাগের ভূমিকা পর্যালোচনা এবং পুনর্নির্ধারণ করার জন্য

  • কমিটির নেতৃত্বে থাকবেন Prof K Vijay Raghavan

3. OneElectric মোটরসাইকেল ঘোষণা করেছে যে, কোম্পানিটি আফ্রিকাতে স্থানীয়ভাবে তার ইলেকট্রিক মোটরসাইকেল “KRIDN” তৈরি করার কাজ শুরু করে দিয়েছে।

4. Central Pollution Control Board সম্প্রতি একটি “Swachh Vayu Survekshan-2023” নামক একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে বায়ুর গুণমানের উপর বিচার করে শহরগুলিকে রাঙ্কিং প্রদান করা হয়েছে

  • National Clean Air Programme (NCAP)’s এর উদ্দেশ্য হল 2025-26 এর মধ্যে বাতাসে দূষণের মাত্রা 40 শতাংশ পর্যন্ত কমানো,
  • Category 1 শহরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে IT hub, ইন্দোর, মধ্যপ্রদেশ,
  • প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শহরগুলি হল যথাক্রমে ইন্দোর (মধ্যপ্রদেশ), আগ্রা (উত্তরপ্রদেশ) এবং থানে (মহারাষ্ট্র)।

International News

5. BRICS-এ 1st জানুয়ারি 2024 থেকে 6টি নতুন দেশ সদস্য হিসেবে যুক্ত হতে চলেছে– এই দেশগুলি হলো ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরব

  • সম্প্রতি BRICS Summit, দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়েছে।

State News

6. UNESCO এবং তেলেঙ্গানা সরকার একটি Letter of Intent স্বাক্ষর করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতার উপর ইউনেস্কোর সুপারিশের জন্য

7. ভারতের প্রথম জীববৈচিত্র্যিক গ্রামের মানচিত্র (Village Atlas) জারি করা হলো- গোয়ার, মায়েম গ্রামের। এই মানচিত্রটি একটি 250 পৃষ্ঠার নথি।

8. National Health Authority (NHA) লঞ্চ করলো, ভারতের প্রথম আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন মাইক্রোসাইট আইজল, মিজোরামে এবং মিজোরাম হল প্রথম রাজ্য যে এই মাইক্রোসাইট প্রজেক্ট-এর উপর কাজ করবে

Bank & Business News

9. International Cricket Council (ICC) এবং Mastercard একটি চুক্তি স্বাক্ষর করেছে ICC Men’s Cricket WorldCup 2023-এর জন্য যেটি ভারতে 5th অক্টোবর 2023 থেকে 19th নভেম্বর 2023 পর্যন্ত হতে চলেছে

10. HDFC Bank এবং Marriott International একসাথে মিলে লঞ্চ করল- ভারতের প্রথম কো-ব্রান্ডেড হোটেল ক্রেডিট কার্ড যার নাম Marriott Bonvoy HDFC Bank Credit Card

11. SBI Ecowrap অনুযায়ী 2047 সালে ভারতে মাথাপিছু আয় 7.5 গুণ বেড়ে বার্ষিক 14.9 লক্ষ হবে, যেটা বর্তমানে মাথাপিছু 2 লক্ষ হচ্ছে

Appointment News

12. ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার (ECI) ‘National Icon‘ হিসেবে ঘোষণা করা হয়েছে।

13. Tata Capital Limited-এর ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন ভারতীয় ক্রিকেটার Shubman Gill

14. নেপালের রাষ্ট্রপতি, Ram Chandra Paudel সম্প্রতি Bishowambhar Prasad Shreshtha-কে নেপালের চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত করলেন।

Defense News

15. ইরান, দেশীয়ভাবে তৈরি একটি অ্যাটাক ড্রোন “Mohojer-10“-এর উদ্বোধন করল।

16. ভারতের চন্দ্রযান-3, বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে ইতিহাস রচনা করলো এবং এর সাথে ভারত প্রথম দেশ হয়ে উঠল যে চাঁদে দক্ষিণ মেরুতে এভাবে ল্যান্ডিং করেছে

Sport News

17. কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ঘোষণা করেছেন, খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ-এর নাম সরকারিভাবে বদলে Asmita Women’s League করা হবে।

  • ASMITA শব্দের অর্থ হলো- “Achieving Sports Milestone by Inspiring Women Through Action“।

Books & Authors

18. গোয়ার রাজ্যপাল PS Sreedharan-এর তিনটি নতুন বই প্রকাশ পেয়েছে-‘Heritage Trees of Goa‘, ‘When Parallel Lines Meet‘ এবং ‘Ente Priya Kavithakal‘।

Obituary

19. প্রসিদ্ধ ভারতীয়-আমেরিকান পরিসংখ্যানবীদ এবং গণিতবিদ Calyampudi Radhakrishna Rao (C R Rao) সম্প্রতি প্রয়াত হলেন।

Important Days

20. আন্তর্জাতিক কুকুর দিবস 26 আগস্ট পালিত হয়েছে

✅️ আগের দিনের পোস্টটি পড়ুন….👇

26th August current affairs in bengali 2023
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “27th & 28th August current affairs in bengali 2023||২৭ এবং ২৮শে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment