26th July Current affairs Quiz in bengali 2023| কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্ন উত্তর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
26th July 2023 current affairs quiz in bengali
ভারতীয় কারেন্ট অ্যাফেয়ার্স অপশন সহ প্রশ্ন ও উত্তর ২৬শে জুলাই ২০২৩

কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ : বর্তমানে যেকোনো সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সবাই জানেন, তাই প্রথম দিন থেকেই অন্যান্য বিষয়ের মতো Bengali current affairs নিয়মিত পড়ুন এবং আপনারা সাম্প্রতিককালের ঘটনাবলী সম্পর্কে কতটা অবগত বা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আপনারা কতখানি মনে রাখতে পারছেন সেটা যাচাই করার জন্য আমাদের ওয়েবসাইট এ প্রদান করা কুইজ এ অংশগ্রহণ করুন।

1. ভারতের প্রথম কনস্ট্রাকশন ইনোভেশন হাব কোথায় তৈরি হতে চলেছে ?

2. অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা কবে প্রথম চালু হয়েছিল ?

3. সাম্প্রতিক আসাম একটি চুক্তি স্বাক্ষর করেছে ____________এর সাথে, আন্তর্জাতিক বিষয়াবলী ও পররাষ্ট্র নীতি সম্পর্কে জ্ঞান প্রসারণের জন্য।

4. সাম্প্রতিক (July'23) ‘Resources Acquisition Centres‘ কোন ব্যাংক লঞ্চ করেছে ?

5. 13th ICC World Cup 2023 -এর নতুন Brand Ambassador হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

6. কারগিল দিবস উদযাপনের জন্য ও একটি সমাবেশের আয়োজন করেছে সেটি হল____________।

7. ভারত ও শ্রীলঙ্কা একটি চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলংকার ____________ জেলাতে Renewable energy-এর জন্য।

8. National Flag Adoption Day, কোন দিন পালন করা হয়েছে ?

9. সাম্প্রতিক কোন দেশ BRICKS Groups-এর সদস্য হিসাবে যোগদান করার জন্য আবেদন করেছে ?

10. Global Food Regulators Summit 2023,কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

11. সাম্প্রতিক কোন ভারতীয় খেলোয়াড় Guinness book of world record জিতেছেন দ্রুততম ব্যাডমিন্টন শট করে ?

12. World Economic Forum (WEF) এবং Telengana সরকার মিলে লঞ্চ করেছে____________।

Attempt more Quizes from here……

25th July Current affairs Quiz in bengali 2023

22, 23 & 24th July Current affairs Quiz in bengali 2023

THANK YOU……..

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “26th July Current affairs Quiz in bengali 2023| কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্ন উত্তর”

Leave a comment