8th & 9th October Current affairs Quiz in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
8th & 9th October Current affairs quiz in bengali 2023
৮ই এবং ৯ই অক্টোবর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ৮ই এবং ৯ই অক্টোবর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।

1. ‘মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা‘ সম্প্রতি চালু করল কোন রাজ্য সরকার?

(A) উত্তরাখণ্ড

(B) আসাম

(C) হিমাচলপ্রদেশ

(D) মহারাষ্ট্র

View Answer
(C) হিমাচলপ্রদেশ

2. সম্প্রতি NIIFL এবং JBIC একটি চুক্তি স্বাক্ষর করেছে কত টাকা মূল্যের ‘ভারত-জাপান তহবিল‘ লঞ্চ করার জন্য?

(A) 46 বিলিয়ন

(B) 48 বিলিয়ন

(C) 49 বিলিয়ন

(D) 42 বিলিয়ন

View Answer
(C) 49 বিলিয়ন

3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়া প্রশিক্ষণের জন্য ‘অটল বিহারী ট্রেনিং সেন্টার‘ উদ্বোধন করলেন মধ্যপ্রদেশের কোন শহরে?

(A) ইন্দোর

(B) গোয়ালিয়র

(C) ভোপাল

(D) জবলপুর

View Answer
(B) গোয়ালিয়র

4. বর্ডার রোড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল (DG) হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

(A) Raghu Srinivasan

(B) Sanjay Jasjit Singh

(C) Manoj Pande

(D) Tarun Sobti

View Answer
(A) Raghu Srinivasan

5. কনজিউমার পিরামিড হাউসহোল্ড সার্ভে অনুযায়ী ভারতের সেপ্টেম্বর মাসে বেকারত্বের হার কত?

(A) 7.6%

(B) 7.9%

(C) 7.1%

(D) 7.5%

View Answer
(C) 7.1%

6. “Outlook Money 40After40” নামক কার্যক্রমের জন্য আউটলুক গ্রুপ সম্প্রতি কোন ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে?

(A) HDFC Bank Ltd

(B) IDBI First Bank

(C) Yes Bank Ltd

(D) Axis Bank

View Answer
(B) IDBI First Bank

7. বিশ্ব প্রাণী দিবস প্রতিবছর কত তারিখে সারা বিশ্বে পালন করা হয়?

(A) 4 অক্টোবর

(B) 9 অক্টোবর

(C) 5 অক্টোবর

(D) 7 অক্টোবর

View Answer
(A) 4 অক্টোবর

8. আসামের মুখ্যমন্ত্রী চালু করলেন ‘লোক সেবক আরোগ্য যোজনা‘, -এর উদ্দেশ্য কি?

(A) উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা

(B) চিকিৎসা ক্ষেত্রে বিল পরিশোধের সুবিধা ব্যবস্থা করা

(C) বিনামূল্যে চিকিৎসা প্রদান করা

(D) বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা

View Answer
(B) চিকিৎসা ক্ষেত্রে বিল পরিশোধের সুবিধা ব্যবস্থা করা

9. ICC ODI World Cup 2023–এর ‘গ্লোবাল অ্যাম্বাসেডর‘ হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ করা হলো?

(A) Kapil Dev

(B) Sachin Tendulkar

(C) MS Dhoni

(D) Virat Kohli

View Answer
(B) Sachin Tendulkar

10. পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন Ferenc Krausz, তিনি কোথাকার বাসিন্দা?

(A) কানাডা

(B) ফ্রান্স

(C) হাঙ্গেরি

(C) জাপান

View Answer
(C) হাঙ্গেরি

✅️ আগের কুইজে যোগ দিন…

🔥 “7th October Current affairs Quiz in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “8th & 9th October Current affairs Quiz in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর”

Leave a comment