আজকে আপনাদের জন্য রইলো ৮ই এবং ৯ই অক্টোবর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।
National News
1. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন, ভারতের প্রথম ক্রীড়া প্রশিক্ষণের সুবিধা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গোয়ালিয়র মধ্যপ্রদেশে, যার নাম রাখা হয়েছে- ‘অটল বিহারী ট্রেনিং সেন্টার‘।
2. ভারত সরকার বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় হলুদ বোর্ড প্রতিষ্ঠা করার জন্য।
- ভারতের বৃহত্তম হলুদ উৎপাদনকারী রাজ্যগুলি হল মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু।
3. সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)’s -এর কনজিউমার পিরামিড হাউসহোল্ড সার্ভে অনুসারে, ভারতে বেকারত্বের হার সেপ্টেম্বর মাসে 12 মাসের সর্বনিম্ন 7.1%-এ নেমে এসেছে।
International News
4. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ম্যালেরিয়ার ভ্যাকসিন হিসেবে, অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি ‘R21/Matrix-M‘-এর নাম সুপারিশ করেছে।
5. সম্প্রতি ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (WADA) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 4 বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা উভয় বৈশ্বিক সংস্থার বিশেষজ্ঞদের একসাথে কাজ করতে সক্ষম করবে।
State News
6. আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি চালু করলেন ‘লোক সেবক আরোগ্য যোজনা‘, চিকিৎসা বিল পরিশোধের ক্ষেত্রে বিশেষ সুবিধার জন্য।
7. হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (CM) সুখবিন্দর সিং সুখু, সম্প্রতি সিমলাতে চালু করলেন ‘মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা‘।
উদ্দেশ্য: হিমাচল প্রদেশের অক্ষম শিশু, নিঃস্ব মহিলা এবং বয়স্ক ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Bank & Business News
8. ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড (NIIFL), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (JBIC)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে তার প্রথম 49 বিলিয়ন মূল্যের দ্বি-পাক্ষিক তহবিল– ‘ভারত-জাপান তহবিল‘ (IJF) লঞ্চ করার জন্য।
9. আউটলুক গ্রুপ, IDFC FIRST ব্যাংকের সহযোগিতায় লঞ্চ করেছে একটি অবসর পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রম- “Outlook Money 40After40”।
Appointment News
10. ICC Men’s Cricket ODI World Cup 2023– এর ‘গ্লোবাল অ্যাম্বাসেডর‘ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
11. নৌসেনার ডেপুটি চিফ হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন তরুণ সোবতী।
12. লেফটেন্যান্ট জেনারেল Raghu Srinivasan বর্ডার রোড অর্গানাইজেশনের (BRO) 28তম ডিরেক্টর জেনারেল (DG) হলেন।
13. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), Muneesh Kapur-কে এক্সিকিউটিভ ডাইরেক্টর (ED) হিসেবে নিযুক্ত করেছে।
Awards in News
14. 2023-এ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের Pierre Agostini ও Anne L’Huillier এবং হাঙ্গেরির Ferenc Krausz।
Important Days
15. বিশ্ব প্রাণী দিবস (WAD) প্রতিবছর 4 অক্টোবর বিশ্বের সারা দেশে পালিত হয়।
Theme: ‘Great or Small, Love Them All’।
16. 7 অক্টোবর বিশ্ব তুলা দিবস পালিত হয়।
Theme: “Making cotton fair and sustainable for all, from farm to fashion“.
✅️ আগের পোস্টটি পড়ুন ….
1 thought on “8th & 9th October current affairs in bengali 2023|| ৮ই এবং ৯ই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”