5th September Current affairs Quiz in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
৫ই সেপ্টেম্বর ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর
5th September daily current affairs mcq 2023

আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ৫ই সেপ্টেম্বর ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।

1. ভারতের প্রথম সৌরমিশন Aditya L1 কোন রকেটে চড়ে সূর্যের উদ্দেশ্যে নিজের যাত্রা সফলভাবে শুরু করেছে?

(A) PSLVC57

(B) PSLVC59

(C) PSLVC55

(D) PSLVC53

View Answer
(A) PSLVC57 

2. Exercise BRIGHT STAR-23 কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?

(A) ফ্রান্স

(B) জাপান

(C) মঙ্গোলিয়া

(D) ইজিপ্ট

View Answer
(D) ইজিপ্ট

3. NSO-এর তথ্য অনুসারে 2023-24 সালের জুন ত্রৈমাসিকে ভারতের GDP কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

(A) 8.9%

(B) 7.5%

(C) 7.8%

(D) 6.9%

View Answer
(C) 7.8%

4. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 65th Ramon Magsaysay Awards 2023-এ বিজয়ী নয়?

(A) Korvi Rakshand

(B) Shanta Thoutam

(C) Ravi Kannan

(D) Miriam Coronel-Ferrer

View Answer
(B) Shanta Thoutam

5. ভারতে সিকেল সেল অ্যানিমিয়া কত সালের মধ্যে দূর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

(A) 2033

(B) 2025

(C) 2047

(D) 2050

View Answer
(C) 2047

6. আন্তর্জাতিক নারকেল দিবস কত তারিখে পালন করা হলো?

(A) 1st September

(B) 4th September

(C) 31st August

(D) 2nd September

View Answer
(D) 2nd September

7. MSMEs-এর জন্য ভারতীয় ডাক বিভাগ কোন সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?

(A) IndiaMART

(B) Amazon

(C) Flipkart

(D) Myntra

View Answer
(B) Amazon

8. সম্প্রতি কোন রাজ্যে মহিলাদের জন্য পিংক টয়লেট তৈরি করা হচ্ছে?

(A) আসাম

(B) ত্রিপুরা

(C) মনিপুর

(D) মেঘালয়

View Answer
(B) ত্রিপুরা

9. Global IndiaAI 2023 এর প্রথম সংস্করণ কোন দেশ প্রথমবার হোস্ট করতে চলেছে?

(A) বাংলাদেশ

(B) মায়ানমার

(C) ভারত

(D) নেপাল

View Answer
(C) ভারত

10. কোন রাজ্য ওবিসিদের জন্য স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে 27% সংরক্ষণের ঘোষণা করেছে?

(A) ঝাড়খন্ড

(B) আসাম

(C) মধ্যপ্রদেশ

(D) গুজরাট

View Answer
(D) গুজরাট

11. টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড কার জন্য চালু করল ‘DSC A 20’ (Yard 325)?

(A) Indian Army

(B) Indian Navy

(C) Indian Airforce

(D) Indian Defense Sector

View Answer
(A) Indian Army

12. General Brice Oligui Nguema কোন দেশের ট্রান্সিশনাল প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন?

(A) উগান্ডা

(B) তানজানিয়া

(C) গ্যাবন

(D) নাইজেরিয়া

View Answer
(C) গ্যাবন

✅️ আগের কুইজে যোগ দিন…..

🟢 “3rd & 4th September Current affairs Quiz in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “5th September Current affairs Quiz in bengali 2023|| কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment