4th July Current affairs Quiz in bengali 2023| কারেন্ট অ্যাফেয়ার্স MCQ প্রশ্ন উত্তর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
current affairs quiz in bengali 4 July
4 July কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ বাংলা

বর্তমানে যেকোনো সরকারি চাকরিতে উত্তীর্ণ হওয়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সবাই জানেন, তাই প্রথম দিন থেকেই অন্যান্য বিষয়ের মতো Bengali current affairs নিয়মিত পড়ুন এবং আপনারা সাম্প্রতিককালের ঘটনাবলী সম্পর্কে কতটা অবগত বা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আপনারা কতখানি মনে রাখতে পারছেন সেটা যাচাই করার জন্য আমাদের ওয়েবসাইট এ প্রদান করা কুইজ এ অংশগ্রহণ করুন।

আপনারা যাতে কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে মনে রাখতে পারেন সে কারণে আপনাদের সুবিধার্থে কুইজ এর ব্যাবস্থাপনা করা হয়েছে, আশা করছি আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে অনেকটাই সাহায্য করবে।

4 July Current affairs Quiz in bengali 2023:

তো চলুন আপনাদের জন্য রইলো 4th July 2023 – এর কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ

Welcome to your 4th July Current quiz in bengali

1. অমিত শাহ কটি রাজ্যের জন্য ত্রাণ তহবিল হিসাবে 6,194 কোটি টাকা ধার্য করেছেন?

2. ভারতের Low-Carbon Transition এর জন্য World Bank ভারতকে কত টাকা দেবে?

3. কোন দেশ Thin plastic bag ব্যবহার সম্পূর্ণ রূপে ban করেছে ?

4. World bank কোন রাজ্য কে USD 200 Million loan অনুমোদন করেছে?

5. IDFC First Bank, IDFC Ltd এর সাথে merge হয়েছে, এই Share Exchange Ratio-এর অনুপাত কত?

6. State Bank of India- এর Chief Financial Officer কে হয়েছেন ?

7. FAO-এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন?

8. PEN Pinter Prize 2023 কে পেয়েছেন ?

9. প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি WCPL(Women’s Caribbean Premier league)-এ অংশগ্রহণ করেছেন?

10. 4th July, USA-এর কততম Independence day পালন করা হয়েছে ?

Thank you for appearing the exam….All the best

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a comment