পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স– কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩ সব রকমের সরকারি চাকরির পরীক্ষা যেমন IBPS, SBI, WBCS, WBP SI, SSC, RAIL ইত্যাদি পরীক্ষায় একটি অপরিহার্য বিষয়। আমাদের ওয়েবসাইট gkguide.in এ প্রতিদিন যে Current affairs প্রদান করা হয় সেগুলো বিভিন্ন ধরনের বিশস্ত সূত্র যেমন The Hindu, Indian Express, Business Standard থেকে নেওয়া হয়।
National News
1. স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 19টি রাজ্যের জন্য ত্রাণ- তহবিল হিসাবে Rs 6,194 কোটি টাকা দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন। এটা SDRF(State Disaster Response Fund)-এর অধীনে করা হবে।
International News
2. World bank USD 1.5 Billion টাকা ভারত কে দেবে, ভারতের Low-Carbon Transition কে সহায়তা করার জন্য।
3. New Zealand বিশ্বের প্রথম দেশ, যেটা Thin plastic bag ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছে ।
যে সমস্ত প্লাস্টিক ব্যাগের এর thickness 70 microns-এর কম, এই নিষেধাজ্ঞা তাদের উপর জারি থাকবে।
4. World bank USD 200 Million loan দেবে হিমাচল প্রদেশকে। এই loan এ রাজ্যের Renewable energy-এর শক্তি বাড়ানোর জন্য দেওয়া হবে।
Banking News
5. ভারতের State Bank of India 34টি Transaction Banking Hubs launch করেছে যা সারা ভারত জুড়ে সক্রিয়ভাবে কাজ করবে।
6. IDFC First Bank, IDFC Ltd এর সাথে একত্রিত হয়েছে, Share Exchange Ratio-155:100-এর অনুপাতে।
Appointment News
7. State Bank of India- এর নতুন CFO (Chief Financial Officer) হলেন-Kameshwar Rao Kodavanti।
8. Lt Gen M U Nair, নতুন National Cybersecurity Coordinator হিসাবে নিযুক্ত হয়েছেন।
9. FAO(United Nation Food and Agriculture Organization)-এর Director General হয়েছেন – চীনের Qu-Dongyu।
Award News
10. Children’s writer Michael Rosen, PEN Pinter Prize 2023 পেয়েছেন।
Sport News
11. Spin bowler Shreyanka Patil প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি Women’s Caribbean Premier league (WCPL)-এ অংশগ্রহণ করেছেন।
Important Days
12. 2nd July, World UFO Day হিসাবে পালন করা হয়।
13. 4th July, USA-এর 247তম Independence day হিসাবে পালন করা হয়।
Thank you for being with us….Please share with your friends