Todays current affairs in bengali : কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা সরকারি চাকরির পরীক্ষার জন্য একটি গুরুত্তপূর্ণ বিষয়, তাই এটিকে অবহেলা না করে প্রতিদিন পড়ুন ও চাকরির পরীক্ষায় কারেন্ট এফেয়ার্স এ সর্বোচ্চ স্কোর করুন।
National News
1. Bharat Electronics Limited (BEL), একটি চুক্তি স্বাক্ষর করেছে, Gabriel Power এবং CoRover-এর সাথে, Energy এবং Artificial Intelligence (AI) based solution প্রদান করার জন্য।
2. কেন্দ্রীয় সরকার 8.15% সুদের হার অনুমোদন করেছে কর্মচারীদের ভবিষ্য তহবিলের (Employees’ Provident Fund)-এর জন্য FY23 এ।
3. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভগবান রামের 108 ফুট লম্বা মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অন্ধ্রপ্রদেশের, কুর্নুলে।
- এই মূর্তিটি তৈরি করতে মোট ৫০০ কোটি টাকা খরচা হবে।
4. ভারতের প্রথম ব্যক্তিগত হিল স্টেশন লাভাসা, ডারউইন প্লাটফর্ম-এর কাছে বিক্রি করার জন্য National Company Law Tribunal (NCLT) অনুমোদন দিয়েছে।
International News
5. ভারতীয় সেনাবাহিনী যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের সম্মানে Montone, Perugia Italy-তে একটি V.C Yeshwant Ghadge Sundial Memorial এর উদ্বোধন করা হয়েছে।
- এই মেমোরিয়ালের প্রধান motto হল “Omines Sub Eodem Sole” অর্থাৎ ‘আমরা সবাই একই সূর্যের নীচে বাস করি’।
State News
6. রাজস্থানে প্রথম ট্রান্সজেন্ডার জন্ম শংসাপত্র জারি করা হয়েছে, নূর শেখাওয়াত হলেন প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি যার জন্ম-সংশা পথে লিঙ্গ হিসেবে transgender উল্লেখ করা হয়েছে।
7. ভারতের প্রথম Fisheries AIC তৈরি হতে চলেছে KUFOS, Kerala-তে, যেটা তৈরি করার জন্য 10 কোটি টাকা অনুদান পেয়েছে।
Bank & Business News
8. কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী Bhagwat Kisanrao Karad, ঘোষণা করেছেন “Depositor Education and Awareness” (DEA) থেকে Indian Bank বিগত পাঁচ বছরে Rs 5,729 কোটি টাকা পেয়েছে।
- 31শে মার্চ 2023 পর্যন্ত, DEA থেকে Rs. 36,185 কোটি টাকা Public sector Bank-এ এবং Rs. 6,087 কোটি টাকা Private sector bank-এ transfer করা হয়েছে।
9. HDFC Asset Management Company, ‘HDFC Charity Fund‘ launch করেছে ক্যান্সার চিকিৎসার জন্য।
10. Regional Rural Bank, Competition Commission of India (CCI) থেকে অব্যাহতি পেয়েছে সংযুক্তিকরণের জন্য।
11. সাম্প্রতিক Bajaj Finserv, launch করেছে প্রথম equity scheme– ‘Bajaj Finserv Flexi Cap fund‘ নামে।
Summits
12. The Ministry of Civil Aviation এবং FICCI একসাথে আয়োজন করেছে ‘5th Helicopter & Small Aircraft Summit’ খাজুরাহো, মধ্যপ্রদেশে।
Theme- “Reaching the Last Mile: Regional Connectivity through Helicopters & Small Aircraft“।
13. প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন Semicon India 2023, মহাত্মা মন্দির গান্ধীনগর-এ।
Awards in News
14. রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মু, 22 জন Geoscientist-দের National Geoscience Awards- 2022 প্রদান করেছেন।
- Lifetime Achievement টি পেয়েছেন Om Narain Bhargava, পাঞ্জাব ইউনিভার্সিটি এর প্রফেসর।
- National Young Geoscientist Award টি পেয়েছেন, Dr. Amiya Kumar Samal, বেনারস হিন্দু ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।
15. কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, নতুন দিল্লিতে 8th and 9th Community Radio Awards-এর আয়োজন করেছেন।
- এই অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে 1 লক্ষ, 75,000 এবং 50,000।
- Thematic Awards-এ প্রথম পুরস্কার বিজেতা, Radio MindTree, Ambala, Haryana।
- Most Innovative Community Engagement Awards-এ প্রথম পুরস্কার জিতেছে Radio SD, Muzaffarnag ar, Uttar Pradesh।
- Promoting Local Culture Awards টি জিতেছে Voice of SOA, Cuttack, Odisha।
- Sustainability Model Awards টিতে প্রথম পুরস্কারটি জিতেছে Radio Hirakhand, Sambhalpur, Odisha।
16. Jindal Aluminium Limited, M/s NVT Services এর দ্বারা ‘AS9100D Aerospace certification‘ receive করেছে।
Sports News
17. Asia Cup 2023, যেটি Colombo, Sri Lanka তে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে Pakistan A cricket team, India A কে হারিয়ে ACC Men’s Emerging Teams Asia Cup জিতেছে।
18. Tour de France এর ১১০ তম সংস্করণ জিতল ডেনমার্কের Jonas Vingegaard।
Important Days
19. World Embryologist Day অথবা Vitro Fertilization (IVF) Day ২৫ শে জুলাই পালিত হয়েছে।
20. আন্তর্জাতিক ম্যানগ্রোভ ইকোসিস্টেম সংরক্ষণের দিবস প্রতি বছর 26 জুলাই পালিত হয়।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ FAQs:
1. Bharat Electronics Limited (BEL) কত সালে স্থাপিত হয় এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উত্তর: 1954 সালে ব্যাঙ্গালোরে।
2. ভারতের প্রথম Regional Rural Bank কোনটি
উত্তর: প্রথমে ব্যাংক অফ মুরাদাবাদ, উত্তরপ্রদেশ।
3. Mulshi Valley কোথায় অবস্থিত ?
উত্তর: Western Ghat, Pune।
4. R. Premadasa Stadium টি কোথায় অবস্থিত
উত্তর: কলম্বো, শ্রীলংকা।
✅️ আগের পোস্টটি পড়ুন ……
1 thought on “28th July current affairs in bengali 2023|| ২৮শে জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা”