26th September current affairs in bengali 2023|| ২৬শে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
26th September current affairs in bengali
২৬শে সেপ্টেম্বর ২০২৩ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স

আজকে আপনাদের জন্য রইলো ২৬শে সেপ্টেম্বর ২০২৩-এর কারেন্ট অ্যাফেয়ার্স।

National News

1. C-DoT এবং CSIR-NPL একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে IST Traceable PRTC (Primary Reference Time Clock) তৈরি করার জন্য।

2. উত্তরপ্রদেশের বারানসিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যার থিম ‘ভগবান শিব’

  • এই স্টেডিয়াম তৈরি করতে মোট খরচ হবে 350 কোটি টাকা

International News

3. ISO (International Organization for Standardization) এবং UNDP (United Nations Development Programme) অংশীদারত্ব করেছে SDGs (Sustainable development goals)-এর লক্ষ্য অর্জনের অগ্রগতির জন্য

State News

4. Startup Odisha এবং SIDBI মিলে লঞ্চ করল, 100 কোটি টাকা মূল্যের Odisha Startup Growth Fund (OSGF)।

5. হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, সম্প্রতি লঞ্চ করলেন সমন্বিত বিদ্যুৎ গ্রাহক পোর্টাল

Bank & Business News

6. RBI-এর তথ্য অনুযায়ী পরিবারের মোট আর্থিক সঞ্চয় FY23 GDP-এর 5.1%

7. Reserve Bank of India, 4টি ব্যাংকের উপর আর্থিক জরিমানা আরোপ করেছে, ব্যাংক গুলি হল-

  • Lalbaug Cooperative Bank Ltd (গুজরাট)- 5 লক্ষ টাকা
  • Cooperative Bank of Mehsana Ltd (গুজরাট)- 3.50 লক্ষ টাকা
  • Harji Nagrik Sahakari Bank Ltd (গুজরাট)- 3 লক্ষ টাকা
  • National Cooperative Bank Ltd (মহারাষ্ট্র)-1 লক্ষ টাকা

8. Asian Development Bank, FY 2022-23-এ ভারতের GDP 6.3% অনুমান করেছে

  • India Ratings ভারতের GDP 6.2% অনুমান করেছে।

9. TCS (Tata consultancy services) এবং নরওয়ের, BankID BankAxept AS একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, নরওয়ের আর্থিক পরিকাঠামোকে আরো মজবুত করার জন্য

Defense News

10. GRSE (Garden Reach Ship Builders), Lloyd’s Register এবং Caterpiller Inc-এর সাথে 2টি চুক্তি স্বাক্ষর করেছে, হাইড্রোজেন চালিত সেল ফেরি তৈরির জন্য।

11. ভারতীয় বিমানবাহিনী, সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে ‘Type V Heavy Drop System‘ একটি কার্গো বিমান থেকে।

Sports News

12. ISSF Riffle/Pistol ওয়ার্ল্ড কাপ 2023, Rio de Janeiro, ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে।

  • এই চ্যাম্পিয়নশিপে ভারত 2টি মেডেল (1 Gold, 1 Silver) জিতে পঞ্চম স্থান অধিকার করেছে
  • ভারতের Elavenil Valarivan, মেয়েদের 10m Riffle event-এ গোল্ড মেডেল জিতেছে।

13. MotoGP, ভারতের টাইটেল স্পন্সর হয়েছে Indian Oil

✅️ আগের পোস্টটি পড়ুন….

🔥 “24th & 25th September current affairs in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “26th September current affairs in bengali 2023|| ২৬শে সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স 2023”

Leave a comment