25th August Current affairs Quiz in bengali 2023|| ২৫শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
25th August daily current affairs quiz
25 August current affairs 2023 quiz

আজকে আপনাদের জন্য দেওয়া রইলো ২৫শে আগস্ট ২০২৩-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর।

1. অবজারভার রিসার্চ ফাউন্ডেশন কত বছরের জন্য তার Foreign Contribution Regulation Act লাইসেন্স Renew করার অনুমোদন পেয়েছে কেন্দ্রীয় মন্ত্রক থেকে?

(A) 3 বছর

(B) 4 বছর

(C) 2 বছর

(D) 5 বছর

View Answer
(D) 5 বছর

2. সম্প্রতি দাতিয়া এয়ারপোর্ট-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো, এই এয়ারপোর্টটি কোথায় অবস্থিত?

(A) তামিলনাড়ু

(B) মধ্যপ্রদেশ

(C) গুজরাট

(D) মহারাষ্ট্র

View Answer
(B) মধ্যপ্রদেশ

3. সম্প্রতি “Pro Govinda” লীগ কোথায় আয়োজিত হলো?

(A) অন্ধ্রপ্রদেশ

(B) ওড়িশা

(C) ত্রিপুরা

(D) মহারাষ্ট্র

View Answer
(D) মহারাষ্ট্র

4. Banking Data ও Analytics Hub তৈরি করার জন্য SBI, IIT -Bombay কে কত টাকা অনুমোদন করেছে?

(A) 22.5 কোটি টাকা

(B) 29.5 কোটি টাকা

(C) 23.5 কোটি টাকা

(D) 28.5 কোটি টাকা

View Answer
(A) 22.5 কোটি টাকা

5. RBI সম্প্রতি Shree Co-operative Bank Limited উপর ₹50,000/- টাকার জরিমানা লাগিয়েছে এই ব্যাংকটি কোথায় অবস্থিত

(A) পশ্চিমবঙ্গ

(B) মনিপুর

(C) গুজরাট

(D) কেরালা

View Answer
(C) গুজরাট

6. BPCL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(A) Amitabh Bachchan

(B) Vikas Khanna

(C) P V Sindhu

(D) Rahul Dravid

View Answer
(D) Rahul Dravid

7. ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (NGT) এর চেয়ারপার্সন হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

(A) Amit Jhingran

(B) Prakash Shrivastava

(C) Neelkanth Mishra

(D) Parminder Chopra

View Answer
(B) Prakash Shrivastava

8. 4th G20 Digital Economy Working Group কোথায় আয়োজিত হল

(A) বেঙ্গালুরু

(B) চেন্নাই

(C) কোয়েম্বাটুর

(D) তিরুবনন্তপুরম

View Answer
(A) বেঙ্গালুরু

9. চীন পৃথিবীকে পর্যবেক্ষণ করার জন্য কোন স্যাটেলাইট launch করেছে?

(A) Gaofen-15 04

(B) Gaofen-12 04

(C) Gaofen-12 03

(D) Gaofen-12 14

View Answer
(B) Gaofen-12 04

10. ‘উদ্যোগ রত্ন অ্যাওয়ার্ড‘ দ্বারা সম্প্রতি কাকে সম্মানিত করা হলো?

(A) Mukesh Ambani

(B) Shiv Nadar

(C) Ratan Tata

(D) Azim Premji

View Answer
(C) Ratan Tata

11. World U-20 Wrestling চ্যাম্পিয়নশিপে ভারত সম্প্রতি কোটি গোল্ড জিতেছে?

(A) 3 টি

(B) 7 টি

(C) 4 টি

(D) 9 টি

View Answer
(C) 4 টি

12. 16th IOAA সম্প্রতি Chorzow, Poland-এ অনুষ্ঠিত হয়েছে, কে শীর্ষস্থান অধিকার করেছে?

(A) United Kingdom

(B) China

(C) Japan

(D) India

View Answer
(A) United Kingdom

13. Ron Cephas Jones প্রয়াত হয়েছেন, তিনি কোনো বিখ্যাত ছিলেন?

(A) সংগীতজ্ঞ

(B) খেলোয়াড়

(C) অভিনেতা

(D) রাজনীতিবিদ

View Answer
(C) অভিনেতা

14. বিশ্ব প্রবীণ নাগরিক দিবস প্রতিবছর কত তারিকে উদযাপন করা হয়?

(A) 21শে আগস্ট

(B) 23শে আগস্ট

(C) 19শে আগস্ট

(D) 20শে আগস্ট

View Answer
(A) 21শে আগস্ট

✅️ আগের দিনের কুইজে যোগ দিন👇

“24th August Current affairs Quiz in bengali 2023”
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “25th August Current affairs Quiz in bengali 2023|| ২৫শে আগস্ট ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর”

Leave a comment